আন্তর্জাতিক ক্রিকেট থেকে পেরেরার বিদায়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। লঙ্কানদের হয়ে ৪৩টি টেস্ট, ১৩ ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ব্যাট হাতে ১ হাজার ৪৫৬ রানের পাশাপাশি তিন ফরম্যাট মিলিয়ে তিনি নিয়েছেন ১৭৭টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন পেরেরা।

২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোতে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় পেরেরার। এর সাত বছর পর পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।
অভিষেকেই ৮ নম্বরে নেমে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৮ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছিলেন।
গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন পেরেরা। ২০১৮ সালের পর কোনো সীমিত ওভারের ম্যাচে খেলা হয়নি পেরেরার।