promotional_ad

‘সমালোচনা নয়, ইংল্যান্ডের খেলোয়াড়দের মেডেল প্রাপ্য’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

সদ্য সমাপ্ত অ্যাশেজে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো প্রতিযোগিতাই গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। পুরো সিরিজে সফরকারীদের প্রাপ্তি কেবল সিডনি টেস্ট ড্র। ব্যাট-বলে ইংলিশ ক্রিকেটাররা নিষ্প্রভ থাকলেও তাদের হয়ে কথার ঢাল ধরছেন পল কলিংউড। তিনি দাবি করেছেন যে, ইংলিশদের ক্রিকেটারদের সমালোচনা নয় বরং মেডেল দেয়া উচিত।


অ্যাশেজে এবারের সিরিজে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ব্যাটিং নিয়ে। পুরো সিরিজের ১০ ইনিংসের একটিতেও তিনশ পেরোতে পারেনি ইংলিশরা। ব্যাটারদের ব্যর্থতায় কয়েকবার অল আউট হয়েছে দেড়শ’র নিচে।


promotional_ad

হোবার্টে ওপেনারদের দারুণ সূচনায় আশার আলো দেখেছিল ইংল্যান্ড। বাকি কাজটা করতে হতো মিডল অর্ডার ব্যাটারদের। কিন্তু দলীয় রান ১২৪ ছুঁতেই নিভে গেল সেই আশার আলো। ৬৮ রানে প্রথম উইকেট হারানো রুটের দল অল আউট ১২৪ রানে।


২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৬ রানে হার। প্রথমবার ম্যাচ জেতার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে হেরে বাড়ি ফিরতে হচ্ছে ইংল্যান্ড। পুরো অ্যাশেজ জুড়ে হতশ্রী পারফরম্যান্সে ইংল্যান্ডকে ডুবিয়েছে ব্যাটার ও বোলাররা। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে জৈব সুুরক্ষা বলয়ের নিয়ম নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডকে দফায় দফায় বৈঠক করতে হয়েছে।


এর মাঝে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলতে হয়েছে। দুবাই থেকে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণেই কারণে ক্রিকেটারদের বাহবা পাওয়া উচিত বলে মনে করেন কলিংউড। যদিও নিজেদের ভুলগুলোও স্বীকার করে নিয়েছেন তিনি। 


এ প্রসঙ্গে কলিংউড বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমরা ভুল করেছি। আমরা দল নির্বাচনে ভুল করেছি, টসের ক্ষেত্রে ভুল করেছি। কিন্তু বিষয়টি হলো, আমরা উঠে দাঁড়িয়েছি এবং পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে রাজি হয়েছি। ছেলেদের এজন্য মেডেল দেওয়া উচিত। আমরা যদি এ বছর দুইটি এবং পরের বছর তিনটি ম্যাচ খেলতাম তা হলেই হয়তো ভালো হতো।’


‘কিন্তু না! অস্ট্রেলিয়া এ বিষয়ে মোটেও চিন্তিত ছিল না যে তারা মানসিকভাবে বিপর্যস্ত একটি দলকে স্বাগত জানাচ্ছে। তারা শুধু যেকোনো অর্থে অ্যাশেজ সিরিজটা চেয়েছিল। ইংল্যান্ডের এই ছেলেরা মেডেল প্রাপ্য, সমালোচনা নয়। শুধুমাত্র অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণেই তাদের বাহবা দেওয়া উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball