promotional_ad

তবুও স্মিথকে পেলো না সিডনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

করোনাভাইরাসের সঙ্গে যোগ হয়েছে ক্রিকেটারদের চোট, তাতে ফাইনালে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে সিডনি সিক্সার্সকে। তবুও স্টিভেন স্মিথকে দলে চেয়ে পায়নি ময়সেস হেনরিকসের দল। তাতে তৃতীয়বারের মতো সিক্সার্সদের আবেদন খারিজ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


বিগ ব্যাশ চলাকালে অ্যাশেজ আর নিউজিল্যান্ড সিরিজে ব্যস্ত থাকার কথা ছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারদের। অনুমেয়ভাবেই তাই স্মিথকে টুর্নামেন্টের প্লেয়িং লিস্টে রাখেনি সিডনি। কিউইরা সিরিজ স্থগিত করার ফলে বিগ ব্যাশের শেষের দিকে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছে।


promotional_ad

এই সুযোগেই স্মিথকে স্কোয়াডে যোগ করতে সিএ'র অনুমতি চেয়েছিল সিডনি। করোনা আক্রান্ত হওয়ার কারণে ফাইনালে খেলা হচ্ছে না জশ ফিলিপে, মিকি এডওয়ার্ড এবং জ্যাক এডওয়ার্ডের। এদিকে ইনজুরির কারণে অনিশ্চিত হেনরিকস,  ড্যানিয়েল হিউস, স্টিভেন ও'কিফ এবং জর্ডান সিল্ক।


একাদশ সাজানোর মতো ক্রিকেটার না থাকায় সেমিফাইনালে উইকেটকিপারের ভূমিকায় দেখা গেছে সহকারী কোচ জে লেনটনকে। শিরোপার লড়াইয়ের ম্যাচেও উইকেটের পেছনে দেখা যেতে পারে। ম্যাচের আগে ফিটনেস টেস্টে পাস করতে পারলে একাদশে দেখা যেতে পারে হেনরিকস ও হিউজকে।


এমন অবস্থায় স্মিথকে চেয়ে সিএ’র কাছে তৃতীয়বারের মতো আবেদন করেছিল সিক্সার্স। তবুও স্মিথকে খেলার অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। কদিন আগে সিএ জানিয়েছে, স্মিথকে সিডনির হয়ে খেলার অনুমতি দিলে তা কোভিড-সম্পর্কিত নিয়ম ভঙ্গ করা হবে।


স্কোয়াডের করোনা আক্রান্ত ক্রিকেটারদের বদলি খেলোয়াড়দের বিষয়ে দুই সপ্তাহ আগে 'লোকাল রিপ্লেসমেন্ট প্লেয়ার পুল (এলআরপি)' নামে নতুন এই নিয়ম করেছিল বোর্ড। সিএ'র মতে, স্মিথকে খেলতে হলে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সমর্থন প্রয়োজন ছিল।


কিন্তু বাকি রাজ্যগুলো স্মিথকে খেলার অনুমতি দেওয়ার বিপক্ষে ভোট দেয়। তাই অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে বিগ ব্যাশের এবারের আসরে অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তাতে বরং বিপাকে পড়তে হচ্ছে সিক্সার্সকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball