শেষ দুই ম্যাচেও মরগানকে পাচ্ছে না ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১ ঘন্টা আগে
উরুর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলা হয়নি ইয়ন মরগানের। এবার পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক। চোটের কারণে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতেও মরগানকে পাচ্ছে না সফরকারীরা।
বার্বোডোজে তৃতীয় টি-টোয়েন্টির আগে গা গরমের সময় উরুর চোটে পড়েছিলেন মরগান। অস্বস্তি অনুভব করায় সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার ছিটকে গেলেন পুরো সিরিজ থেকে।

মরগানের অনুপস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মঈন আলী। ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বাকি দুই ম্যাচেও ইংলিশদের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
২৯ জানুয়ারি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এদিকে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংলিশরা।
অ্যাশেজ খেলায় ব্যস্ত থাকার কারণে বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড এবং জনি বেয়ারস্টোরদের মতো তারকা ক্রিকেটারদের রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরে। যে কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখছে ইংল্যান্ড।