দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনিশ্চিত উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সাদা পোশাকের এই সিরিজে অনিশ্চিত কেন উইলিয়ামসন। কনুইয়ের ইনজুরির কারণে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে বলে জানিয়েছেন গ্যারি স্টেড।
বেশ কিছু দিন ধরেই কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। এই সিরিজকে সামনে রেখে তিনি অনুশীলন করতে পারছেন না। সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তাই সময়মতো ফিট হতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।

স্টেড বলেন, 'আমি আশা করি, আমরা তাকে পাবো কিন্তু আমি এটাও বলতে চাই যে, এখনও কোনো নিশ্চয়তা নেই। এটা তার প্রস্তুতির ওপর নির্ভর করছে। হয়তোবা সে লম্বা কোনো নেট সেশন করবে না। তার কনুইয়ের চোটের ওপর সবকিছু নির্ভর করছে।'
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, আপাতত উইলিয়ামসনের কনুইয়ে কোনো ব্যথা নেই। তবে কিউই অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তাই পুনবার্সন প্রক্রিয়া শেষে তার ফিটনেস বিবেচনা করে ম্যাচ খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
কিউইদের প্রধান কোচ বলেন, 'তার কোনো ব্যথা নেই। এর আগে বেশ কয়েকবার চোট থেকে সেরে উঠার পর আমরা তাকে তাড়াতাড়ি খেলিয়েছি, তাই পরিকল্পনা মতো কাজ করতে হবে।'
আগামী ১৭ ফেব্রুয়ারী ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আর দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারী।