promotional_ad

দেশের হয়ে ৩ ফরম্যাটে খেলতেই আইপিএলকে জেমিসনের না

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

২২ মার্চ ২৫
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ১৫ কোটি রুপিতে কাইল জেমিসনকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবারের আসরের মেগা নিলামে নিজের নামই দেননি নিউজিল্যান্ডের এই পেসার। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জেমিসন।


আইপিএলের গত আসরে মাত্র ৭৫ লাখ রুপি ভিত্তিতে নাম লেখালেও চড়া নামে বিক্রি হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা জেমিসনকে ১৫ কোটি রুপিতে বেঙ্গালুরু দলে নিলেও প্রত্যাশা মেটাতে পারেননি ডানহাতি এই পেসার। 


promotional_ad

বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচের ৯টিতে খেলা জেমিসন ৯.৬০ ইকনোমি রেটে নিয়েছিলেন মোটে ৯ উইকেট। আইপিএলে ভালো না করলেও দেশের হয়ে বল হাতে দুর্দান্ত জেমিসন। সর্বশেষ ভারত সফরেও দারুণ বোলিং করেছিলেন ২৭ বছর বয়সি এই পেসার। 


আরো পড়ুন

বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট

৪ ঘন্টা আগে
করাচির জার্সি গায়ে টিম সেইফার্ট

এবারের আইপিএলের মেগা নিলামে নাম না দেয়ার জন্য দুটি কারণ উল্লেখ করেছেন জেমিসন। সর্বশেষ ১২ মাসে খেলা নিয়ে ব্যস্ত থাকায় জৈব সুরক্ষা বলয়ে কাটাতে হয়েছে বেশিরভাগ সময়। যে কারণে আইপিএলের সেই সময়টায় পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। দ্বিতীয়ত নিজের খেলা উন্নতি করতে সময়টা কাজে লাগাতে চান এই পেসার।


এ প্রসঙ্গে জেমিসন বলেন, ‘দুটি ব্যাপার আছে এখানে (নিলামে না থাকার কারণ)। প্রথমত, গত ১২ মাসে এমআইকিউ (ম্যানেজড আইসোলেশন ও কোয়ারেন্টিন), সুরক্ষা বলয় এবং এইরকম পরিবেশে অনেক সময় কাটাতে হয়েছে। আগামী ১২ মাসের সূচিতে তাকিয়ে মনে হয়েছে, ওই ৬-৮ সপ্তাহ সময় (আইপিএলের) বাড়িতে থাকতে পারি।’


‘দ্বিতীয় ব্যাপারটি হলো, গত ১২-২৪ মাসে তাকিয়ে মনে হয়েছে, আমি এখনও অনেক তরুণ এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটানোর পর মনে হচ্ছে, নিজের খেলা নিয়ে কাজ করা প্রয়োজন। এই সময়ে যেখানে থাকা উচিত ছিল, সেখানে এখনও যেতে পারিনি এবং নিউ জিল্যান্ড দলে সব সংস্করণেই জায়গার জন্য লড়তে হলে, সবসময় শুধু ম্যাচ না খেলে নিজের খেলা নিয়ে কাজ করা উচিত। বাড়িতে সময় কাটানো আর নিজের খেলা নিয়ে কাজ করার জন্যই তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball