অ্যাশেজে ব্যর্থতায় চাকরি ছাড়লেন সিলভারউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। দলের এমন পারফরম্যান্সের পর প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শুধু অ্যাশেজ জয় বেশ লম্বা সময় ধরেই লাল বলে বাজে সময় যাচ্ছে ইংল্যান্ডের। সর্বশেষ ১৪ টেস্টের মধ্যে তারা জয় পেয়েছে কেবল একটিতে। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে অ্যাশলে জাইলসকে।

২০১৯ সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সিলভারউড। তার দীর্ঘ দুই বছরের কাজের সমাপ্তি হলো ব্যর্থতার মধ্য দিয়ে। সিলভারউডকে বিদায়বেলায় ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন। দলকে সফল করতে সিলভারউড সবধরনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন হ্যারিসন।
তিনি বলেন, 'দায়িত্বে থাকাকালীন সময়ে দলকে সফল করতে ক্রিস তার সবটা দিয়েছে। সে খুবই সৎ একজন মানুষ, যার সঙ্গে খেলোয়াড় ও অন্যান্য স্টাফ কাজ করাটা উপভোগ করেছে।'
বিবৃতি দিয়েছেন সিলভারউডও। তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। সিলভারউড বলেছেন, 'ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়াটা অনেক বড় সম্মানের এবং আমাদের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে কাজ করে আমি খুব গর্বিত। দারুণ সব স্মৃতি নিয়ে আমি চলে যাচ্ছি। এখন আমি পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটাব এবং জীবনের নতুন শুরু করব।'
২০১৯ বিশ্বকাপে ট্রেভর বেলিসের হাত ধরে প্রথম ওয়ানডে বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। সেই মৌসুমের শেষেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বেলিস। এরপর তার স্থলাভিষিক্ত হন সিলভারউড। গত বছরের এপ্রিলে ইংল্যান্ডের প্রধান নির্বাচকের দায়িত্বও পান সিলভারউড। যদিও বিদায়টা তার সুখকর হলো না।