promotional_ad

ল্যাঙ্গারকে ভিলেন বানানো বন্ধ করো: গিলক্রিস্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট

৩০ এপ্রিল ২৫
অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনি

আক্রমণাত্বক মেজাজী, দলের ওপর এককভাবে নিয়ন্ত্রণ রাখা এবং কোচ হিসেবে খাম খেয়ালি, কিছুদিন আগে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে এমন তথ্য এসেছিল অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। কোচিংয়ের ধরন নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি জানানো হয়েছিল ল্যাঙ্গারকে নিয়ে অসন্তোষ সিনিয়র ক্রিকেটাররা। তবে অ্যাডাম গিলক্রিস্টের দাবি, ল্যাঙ্গারকে ভিলেন বানানো হয়েছে। সেই সঙ্গে এটি বন্ধ করার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। 


বল টেম্পারিং কাণ্ডের পর বছর তিনেকের মাঝে অগোছালো অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ল্যাঙ্গার। সর্বশেষ অ্যাশেজ সিরিজেও এককভাবে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে অজিরা। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি না হওয়ায় চাকরি ছেড়েছেন ল্যাঙ্গার। 


promotional_ad

এদিকে চাকরি ছাড়ার আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, কোচ হিসেবে খুবই আক্রমণাত্মক মেজাজের ল্যাঙ্গার। দলে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন তিনি। যার কারণে সহকারী কোচ এবং অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয়।


এই কারণে অস্ট্রেলিয়ার সিনিয়র অনেক ক্রিকেটারই ল্যাঙ্গারের অধীনে পরবর্তী মেয়াদে খেলতে চান না! ঘনঘন পরিকল্পনা পরিবর্তন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ কারণে দলের সহকারি কোচ এবং লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই বিরোধ বাধে ল্যাঙ্গারের।


সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে আরও জানায়, কোচ হিসেবে খুবই খেয়ালী স্বভাবের ল্যাঙ্গার। তবে এটিকে ব্যবহার করে ল্যাঙ্গারকে ভিলেন বানানো হয়েছে বলে দাবি করেছেন গিলক্রিস্ট। এ ছাড়া বোর্ডের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার ব্যাটার। 


এ প্রসঙ্গে গিলক্রিস্ট বলেন, ‘তখন থেকে এখন পর্যন্ত প্রতিদিন তাকে একটি নির্দিষ্ট উপায়ে আঁকা হয়েছে। বিশেষ ব্যক্তিরা ল্যাঙ্গারকে ভিলেন বানাচ্ছে। এটি জাস্টিন ল্যাঙ্গার নয়। সে প্রথমে স্বীকার করবে যে তার দূর্বলতা রয়েছে এবং দূর্বলতার ক্ষেত্র রয়েছে। সে তোমার সঙ্গে বসবে, তোমার চোখের দিকে তাকাবে এবং সাজিয়ে ফেলবে। তাকে ভিলেন বানানো হচ্ছে।’


‘এটি আপনার ব্যক্তিগতভাবে কী ধরণের প্রভাব ফেলবে? পরিবারের ওপর প্রভাব কী? আপনি এমন একটি সময়ের মাঝে যেখানে আপনি জানেন না কি চলেছে। আমি মনে করি এটি বেশ বেপরোয়া। কিছু সিদ্ধান্ত লোভের দ্বারা প্ররোচিত হয়েছে। এটি সত্যিই আমাকে হতবাক করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball