promotional_ad

ল্যাঙ্গারের বিদায়ে অবাক হওয়ার মতো কিছু দেখছেন না কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

গত কয়েক মাসে দারুণ সাফল্যের পরও দায়িত্ব ছেড়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দীর্ঘ মেয়াদী চুক্তি করতে রাজি না হওয়ায় বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সদ্য বিদায়ী প্রধান কোচ। এমন কান্ডে অবাক হওয়ার মতো কিছু দেখছেন না কামিন্স। 


গত বেশ কিছু দিন থেকেই গণমাধ্যমে গুঞ্জন ছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন ল্যাঙ্গার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। কোচ হিসেবে সাফল্য পাওয়ার পরও তার বিদায়ে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু কামিন্সের ধারণা, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া।


promotional_ad

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, 'আমি মনে করি, সে অবাক হয়নি। আমরা সবসময় সবদিক বিবেচনা করি। আমরা নিজেদের শক্তিমত্তা এবং দুর্বলতাগুলি জানি এবং সবসময় শেখার চেষ্টা করি। গত এক বা দুই সপ্তাহ ধরে এটি প্রকাশ্যে এসেছে তবে আমি মনে করি না যে, এটা কোনো বড় চমক।'


এর আগে ২০১৮ সালে কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ডে ড্যারেন লেহম্যানকে ছাঁটাই করার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ল্যাঙ্গারের কাঁধে। তার অধীনে টেস্টের এক নম্বর দল হিসেবে আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠেছিল তারা।


শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার মতো ব্যর্থতাও রয়েছে তার কোচিং ক্যারিয়ারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ফাইনালে খেলা হয়নি দলটির।


যদিও বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ের পর প্রত্যাশিতভাবেই আরও অনেক সাফল্যের কাণ্ডারি হতে চেয়েছিলেন ল্যাঙ্গার। তবে মেলবন্ধন হয়নি ল্যাঙ্গারের চাওয়ার-পাওয়ার। লম্বা সময়ের জন্য আগ্রহী হলেও অস্ট্রেলিয়ার সফলতম এই কোচবে প্রস্তাব দেয়া হয়েছিল মোটে ৬ মাসের। তাতেই ছিন্ন হয়েছে অস্ট্রেলিয়া ও ল্যাঙ্গারের প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক। 


ল্যাঙ্গার প্রসঙ্গে কামিন্স বলেন, 'আমি মনে করি যে, সে অনেক কিছু পরিবর্তন করেছে এবং দুর্দান্ত ছিল। সে সত্যিই কিছ??? বড় পরিবর্তন করেছে এবং এর জন্য সে কৃতিত্ব পাওয়ার যোগ্য। আমি মনে করি প্রশ্ন হচ্ছে, গত কয়েক মাসের সাফল্য কি আমরা ধরে রাখতে পারবো? আবারও বলছি, এখানে হয়তোবা ভিন্ন মত থাকতে পারে। তবে আমরা ভেবেছিলাম এটা পরিবর্তনের সঠিক সময়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball