পিএসএলের জন্য সিলেটে ক্যাম্প করবেন না রশিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ
১৯ ফেব্রুয়ারি ২৫
সিরিজ শুরুর কদিন আগে বাংলাদেশে এসে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করবে আফগানিস্তান। তবে অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। মূলত, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে সিরিজ শুরুর আগমুহূর্তে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।
পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন রশিদ। বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ থাকায় পুরো পিএসএল খেলা হচ্ছে না তার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ছাড়বেন রশিদ।

সেখান থেকে সরাসরি বাংলাদেশে পা রাখবেন এই তারকা স্পিনার। এদিকে রশিদের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার স্পিনার ফাওয়াদ আহমেদকে দলে নিয়েছে লাহোর। রশিদ খান দেরিতে আসলেও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান।
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
২০ মে ২৫
বাংলাদেশের মাটিতে পা রেখে সিলেটে চলে যাবে তারা। যেখানে সপ্তাহখানের অনুশীলন ক্যাম্প করবে আফগান ক্রিকেটাররা। তবে পিএসএলের কারণে অনুশীলন ক্যাম্পে যোগ দেয়া হচ্ছে না রশিদের।
এদিকে রশিদ ছাড়াও পিসএলে খেলছেন মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগেভাগেই পিএসএল ছাড়ার কথা রয়েছে তাদের।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর তিনদিনের বিরতি দিয়ে ৩মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ।