দ্রুতই মাঠে ফিরবেন, প্রত্যাশা উইলিয়ামসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
ইনজুরির কারণে গেল কয়েকমাস ধরে মাঠের বাইরে কেন উইলিয়ামসন। মূলত কনুইয়ের পুরানো চোটই বারবার মাথাচাড়া দিয়ে ওঠে তার। চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা কনুইয়ের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। সেই চোটের কারণে ম্যাচটি খেলা হয়নি তার। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে আইপিএলের মেগা নিলাম।

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মেগা নিলাম প্রসঙ্গে ইতোমধ্যে আলোচনাও সেরেছেন দলটির অধিনায়ক উইলিয়ামসন। আইপিএলের আগে পুরোপুরি সুস্থ হবেন বলেও আশা প্রকাশ করেছেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
তিনি বলেন, 'নিউজিল্যান্ড ক্রিকেট এবং সানরাইজার্সের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই বিষয়টি জানে। আমি লম্বা সময় ধরে কুনুইয়ের ইনজুরিতে ভুগছি। আমি মনে করি আস্তে আস্তে আমি ইনজুরি কাটিয়ে উঠছি। এটা বেশ ভালো খবর। আশা করছি দ্রুতই আমি মাঠে ফিরে আসতে পারব।'
'উন্নতি হচ্ছে। তবে এটা খুবই ধীরে হচ্ছে। এটা হতাশাজনক। আমি রিহ্যাব প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। খুব অল্প চাপ নিয়ে ব্যাটিং অনুশীলন করছি। সত্যি বলতে এখন খুবই হতাশাজনক সময় পার করছি।'
ইনজুরির কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারেননি উইলিয়ামসন। একইসাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে আসন্ন সিরিজেও খেলা হচ্ছে না তার।