মুম্বাইতে সুযোগ পেয়ে স্বপ্ন সত্যি হয়েছে আর্চারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
২৩ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ক্যারিয়ার শুরু করলেও সবসময়ই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার স্বপ্ন দেখতেন জফরা আর্চার। এবারের মেগা নিলামে মুম্বাই তাকে দলে ভেড়ানোয় সেই স্বপ্ন সত্যি হয়েছে আর্চারের।
ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠে নেই আর্চার। এবারের আইপিএলেও খেলতে পারবেন না তিনি। প্রথম দিকে মেগা নিলামে নিজের নামও দিতে চাননি আর্চার। যদিও পরবর্তীতে মেগা নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেন ইংল্যান্ডের এই পেস তারকা।
এবারের আসরে খেলবেন না জেনেও নিলামে আর্চারকে দলে ভেড়াতে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই করে দুই কোটি ভিত্তিমূল্যের আর্চারকে শেষ পর্যন্ত মুম্বাই দলে ভেড়ায় ৮ কোটি রুপিতে।

মুম্বাইয়ে সুযোগ পাওয়ার পর এক ভিডিও বার্তায় আর্চার বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম। সবসময় আমি তাদের হয়ে খেলতে চাইতাম।
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
২২ মে ২৫
'আমি খুবই আনন্দিত যে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ মিলেছে আমার। এই ড্রেসিং রুমে আমি ক্রিকেটের অনেক বড় তারকার সঙ্গে সাক্ষাত করতে পারব। মুম্বাইতে আমার নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।'
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড
নিলাম থেকে- ইশান কিশান, ডেয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, সঞ্জয় যাদব, জফরা আর্চার, ড্যানিয়েল সামস, টায়মাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরেডিথ, আর্শাদ খান, আনমোলপ্রিত সিং, রমদীপ সিং, রাহুল বুদ্ধি, ঋত্তিক শওকিন, অর্জুন টেনডুলকার, অরুন জুয়াল, ফ্যাবিয়ান অ্যালেন।