হ্যাজেলউডকে সরিয়ে শীর্ষে শামসি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ
২১ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন জশ হ্যাজেলউড। এদিন মাত্র ১২ রান খরচায় লঙ্কানদের ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এর আগে গত সপ্তাগে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এর মধ্যে এক ম্যাচের সুপার ওভারে মাত্র ৫ রান খরচা করে দারুণ প্রশংসিত হয়েছেন হ্যাজেলউড। এমন বোলিংয়ের পরও অবনতি হয়েছে তার। শীর্ষস্থান ছেড়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। শীর্ষে থাকা তাবরাইজ শামসির চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫ উইকেট শিকার করেছিলেন। যদিও করোনায় আক্রান্ত হওয়ার কারণে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি এই লঙ্কান স্পিনার।
আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
১৯ মে ২৫
এরপর র্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন হাসারাঙ্গা। তিনি অবস্থান করছেন তিন নম্বরে। তার সতীর্থ মাহেস থিকশানা ১৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৯তম স্থানে। লঙ্কান ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন পাথুম নিশাঙ্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার তিন ম্যাচে ১২৫ রান করেছেন। তিনি ৪২ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২১তম স্থানে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ঋষভ পান্ত। তিনি ক্যারিয়ার সেরা ৪৬৯ পয়েন্ট নিয়ে ৭১তম স্থানে অবস্থান করছেন।
ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তিনি ৫০ ধাপ উন্নতি করে ৪৪তম স্থানে উঠে এসেছেন। ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন। তিনি ২ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২০ নম্বরে।