promotional_ad

অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটে তিন কোচ চান ওয়াটসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে দীর্ঘ মেয়াদের জন্য প্রধান কোচ খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এদিকে অস্ট্রেলিয়ার জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ চান শেন ওয়াটসন। আইসিসি রিভিউ নামক পডকাস্টে এমনটাই জানিয়েছেন তিনি। 


২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডের পর বছর তিনেকের মাঝে অগোছালো অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ল্যাঙ্গার। সর্বশেষ অ্যাশেজ সিরিজেও এককভাবে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে অজিরা। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি না হওয়ায় চাকরি ছেড়েছেন ল্যাঙ্গার।


promotional_ad

এদিকে চাকরি ছাড়ার আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, কোচ হিসেবে খুবই আক্রমণাত্মক মেজাজের ল্যাঙ্গার। দলে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন তিনি। যার কারণে সহকারী কোচ এবং অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে সাফল্যের দিক থেকে ঢের এগিয়ে ছিলেন তিনি।


ল্যাঙ্গারের বিদায়ের পর কয়েকজনে নাম ভেসে আসলেও এখনও কারও সঙ্গে চুক্তি করেনি অস্ট্রেলিয়া। প্রধান কোচ নিয়োগ দেয়ার আগে নতুন প্রস্তাব দিয়েছেন ওয়াটসন। বর্তমান পরিস্থিতি ও অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে সব ফরম্যাটের জন্য আলাদা কোচ চেয়েছেন। অস্ট্রেলিয়া খুব দ্রুতই এ পথে হাঁটবে বলে মনে করেন তিনি। যদিও ক্রিকেট বিশ্বে এমন কিছুর নজির নেই। 


তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ চেয়ে ওয়াটসন বলেন, ‘আমি মনে করি ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ করার প্রয়োজনীতা এসেছে। আমি মনে করি তাদের ভূমিকা ভাগ করে দেয়ার ভালো সুযোগ রয়েছে। এটা টেকসই না। প্রত্যেকে প্রত্যেক ফরম্যাটে লম্বা সময়ের জন্য কাজ করবে।’


‘দলের পরিবেশের মাঝে ক্লান্তি আসছে। বিশেষ করে কোভিড এবং জৈব সুরক্ষা বলয়ের সময়ে এটা খুব বেশি হচ্ছে। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া খুব দ্রুতই কোচের এই প্রথাটা ভাঙবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball