ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) স্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন লকল্যান হেন্ডারসন। সিএর সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রিচার্ড ফ্রেয়ডেনস্টাইনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
এর আগে হেন্ডারসনকে নির্বাচন করতে বোর্ড সভায় বসেছিল সিএ। সাক্ষাৎকার পর্ব শেষে বোর্ডের সদস্যরা হেন্ডারসনকে বাছাই করেছেন। এই সভায় উপস্থিত ছিলেন সকল রাজ্য ও আঞ্চলিক প্রধানরা।

সিএর দায়িত্ব নেয়ার আগে এপওয়ার্থ হেলথকেয়ারের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ৩০ বছর ধরেই তিনি স্বাস্থ্যসেবার নিয়োজিত ছিলেন।
এ ছাড়া ক্রিকেট প্রশাসনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৩ সালে ওয়েস্টার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। যদিও নতুন দায়িত্ব নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হেন্ডারসনকে।
মাঠের ক্রিকেটে দারুণ দারুণ সময় কাটালেও বাইরে উত্তাল ক্রিকেট অস্ট্রেলিয়া। কদিন আগেই অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জাস্টিন ল্যাঙ্গার। নতুন চেয়ারম্যানের অধীনে অস্ট্রেলিয়া কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।