হায়দরাবাদের দায়িত্বে বিসিবির এইচপির সাবেক কোচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ, শাস্তি পেলেন অভিষেকও
২০ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের পর সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন সাইমন ক্যাটিচ। এদিকে তার বদলি হিসেবে সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাইমন হেলমটকে।
আইপিএলের এবারের আসরের আগে প্রধান কোচ হিসেবে টম মুডি ও সহকারী কোচ হিসেবে ক্যাটিচকে নিয়োগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু নিলামের পর সহকারী কোচকে হারাল ২০১৬ আইপিএলের শিরোপাজয়ীরা।

মূলত মতের অমিল হওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটিচ। হায়দরাবাদের সঙ্গে মেগা নিলাম নিয়ে যেভাবে পরিকল্পনা করেছিলেন ক্যাটিচ, সেটির কিছুই বাস্তবায়ন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার কারণে মূল আসর শুরুর মাসখানেক আগে সরে গেলেন ক্যাটিচ।
যদিও হায়দরবাদের দাবি, জৈব সুরক্ষা বলয় এবং পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন তিনি। এদিকে ক্যাটিচ সরে দাঁড়ানোর পর দায়িত্ব তুলে দেয়া হয়েছে হেলমটের কাঁধে। এর আগে আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
২০১২-১৯ সাল পর্যন্ত হায়দরাবাদের কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে বাংলাদেশে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে এইচপির দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের তিন বছর কাজ করেছেন ৫০ বছর বয়সি হেলমট।
বাংলাদেশে বেশ কয়েকটি ক্যাম্প করেছিলেন তিনি। এদিকে তার সময়ে এইচপি থেকে বেশ কয়েকজন ক্রিকেটার উঠে এসেছেন। যাদের মাঝে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, সাদমান ইসলাম এবং আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা।