পাকিস্তানে সাকিব-মিরাজদের সাবেক কোচকে চায় অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের
২২ মার্চ ২৫
১৯৯৮ সালের পর অর্থাৎ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুরুতে অনিশ্চয়তা থাকলেও পরবর্তীতে পাকিস্তানে যেতে সম্মতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে পাকিস্তানে যাচ্ছেন না ২০১৬ সাল থেকে অজিদের সহকারী কোচ হিসেবে কাজ করা শ্রীধরন শ্রীরাম। যিনি নাথান লায়নদের স্পিন পরামর্শকের দায়িত্বও পালন করছেন।
এমন অবস্থায় পাকিস্তান সফরের জন্য ড্যানিয়েল ভেটরির সঙ্গে আলোচনা করছেন সিএ’র কর্তারা। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ডের এক মূখপাত্র। তবে সময় স্বল্পতার জন্য চুক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটা হলে প্রায় এক দশক পর বিশেষজ্ঞ স্পিন কোচ ছাড়া উপমহাদেশে সফর করবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ ২০১৩ সালে বিশেষজ্ঞ স্পিন কোচ ছাড়া ভারত সফর করেছিল অস্ট্রেলিয়া। সেবার ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। এদিকে উপমহাদেশের কন্ডিশনে বরাবরই স্পিনের সামনে মুখ থুবড়ে পড়তে হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্যাটারদের।
এবারই প্রথম নয়, এর আগেও ভেটরিকে চেয়েছিল অস্ট্রেলিয়া। দ্য হান্ড্রেড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভেটরি। এ ছাড়া ২০১৯-২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামি ৩ মার্চ।
টেস্ট সিরিজ শেষে ২৯ মার্চ থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।