প্রার্থনা করছি, এখানেই যেন শেষ না হয়: অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলি-রোহিত না থাকলেও ভারতে প্রতিভার কোনো ঘাটতি নেই: অ্যান্ডারসন
১৪ মে ২৫
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এই সফরের জন্য ইতোমধ্যেই টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি জেমস অ্যান্ডারসনের। আন্তর্জাতিক ক্যারিয়ার যেন এখানেই না থামে, এজন্য প্রার্থনা করছেন ৩৯ বছর বয়সী এই পেসার।
ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে সর্বোচ্চ ৬৪০টি উইকেট নেয়া অ্যান্ডারসন মনে করেন, এখনও দেশকে অনেক কিছু দেয়ার আছে তার। দেশের হয়ে আবারও খেলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই পেসার।

অ্যান্ডারসন বলেন, 'আমি প্রার্থনা করছি, এটাই যেন শেষ না হয়। কিন্তু যদি আমি ইংল্যান্ডের হয়ে আর না খেলি... আমি জানি, আমার আশেপাশে আমি অনেক মানুষ পেয়েছি যারা আমাকে সমর্থন যোগাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এখনও অনেক কিছু দেয়া বাকি।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১ ঘন্টা আগে
'এটা খুবই দুঃখজনক এবং হতাশার ব্যাপার ছিল। তবে আমি যে বিষয়গুলোতে নজর দিতে পারি, সেগুলোতেই দিচ্ছি। এটাই মানুষের কাছে আমার সামর্থ্যের প্রমাণ দেবে। আমি এখনও ক্ষুধার্ত এবং খেলার প্রতি আমার আগ্রহ অনেক।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পাননি আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। লম্বা সময় পর এই দুই অভিজ্ঞ পেসারকে বাদ দিয়ে নিজেদের টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
জানা গেছে, জাতীয় দল থেকে বাদ পড়া অ্যান্ডারসন এবং ব্রড- দুজনই এপ্রিলে শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন।