promotional_ad

‘দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেললে বেতন কেটে নাও’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিশেষ করে নামি ক্রিকেটারের সঙ্গে কাড়িকাড়ি টাকার খেলা। তাতে টি-টোয়েন্টি ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। 


ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে বরাবরই মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। কখনও কখনও দেশের  খেলা বাদ দিয়ে আইপিএলকে গুরুত্ব দিতে দেখা যায় ক্রিকেটারদের। কদিন আগে সুনীল গাভাস্কার দাবি করেছিলেন, আইপিএলের পুরো মৌসুমে চোট মুক্ত থাকতে ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দেন না। 


promotional_ad

সম্প্রতি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে অস্ট্রেলিয়া। যেখানে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তান সফর শেষেই আইপিএলে যোগ দেবেন তারা। ধারণা করা হচ্ছে, আইপিএলের আগে চোট মুক্ত রাখতেই বিশ্রাম দেয়া হয়েছে তাদের। 


তাতেই চটেছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার মনে করেন, দেশের হয়ে ইচ্ছে মতো খেলা যায় না। সেই সঙ্গে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন যে, যারা অস্ট্রেলিয়ার হয়ে খেলা বাদ দিয়ে আইপিএলকে প্রাধান্য দিচ্ছে তাদের বেতন কাটা উচিত। 


হেইডেন বলেন, ‘যা খুশি তাই তো করতে দেয়া যায় না। অস্ট্রেলিয়ার হয়ে না খেললে টাকাও কাটা উচিত। কাজ না করে বেতন নিতে দেওয়া একেবারেই উচিত নয়।’


‘আমার মনে হয় এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ক্রিকেটাররাই পরিচালনা করছে। কোনো পরিস্থিতিতেই নিজের ইচ্ছেমতো দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা পুরোপুরি যুক্তিহীন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball