কোহলির শততম টেস্টে দর্শক ফেরাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশকে ম্যাচ খেলার সেঞ্চুরি করতে যাচ্ছেন বিরাট কোহলি। কোভিড-১৯ এর প্রকোপের কারণে শুরুতে শঙ্কা থাকলেও ভারতের সাবেক অধিনায়কের এমন রেকর্ড গড়ার ম্যাচে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। যেখানে ৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। ৪ মার্চের সেই ম্যাচে কোনো বিধি-নিষেধ থাকছে না।

এ প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘বিরাট কোহলির শততম টেস্টে কোনো বিধি-নিষেধ থাকবে না। সরকারের নির্দেশানুসারেই বিসিসিআই রাজ্য কমিটিগুলোকে সিদ্ধান্ত নিতে বলে। সরকারের নির্দেশ মতোই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মোহালি টেস্টে দর্শক পাবে। আমি নিজে অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিন্দর গুপ্তার সঙ্গে কথা বলেছি এবং এই ম্যাচে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।’
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন ভাবা হয় কোহলিকে। দেশের হয়ে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ৯৯ টেস্ট। মোহালিতে ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ড গড়বেন কিং খ্যাত কোহলি। তার এমন কীর্তিকে স্বাগত জানাতে প্রস্তুত পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)।
এর আগে ভারতের হয়ে এগারো জন ক্রিকেটার অভিজাত সংস্করণে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন। এই তালিকায় সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি ভারতের হয়ে ২০০ টেস্ট খেলেছেন। যা লাল বলের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।