মুনিমেই বাজি মাহমুদউল্লাহর, ভরসা রাখছেন নাইমেও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম
১১ জানুয়ারি ২৫
প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও পরবর্তীতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতিয়েছেন মুনিম শাহরিয়ার। প্রথম সুযোগ পেয়েই বাজিমাৎ করেছেন ডানহাতি এই ওপেনার। বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টির চাহিদা মেটানোর সঙ্গে ৬ ইনিংসে ১৭৮ রান করেছেন মুনিম।
যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার ১৫২.১৩ স্ট্রাইক রেট এবং শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার সক্ষমতা। তাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলানোর নিশ্চয়তা না দিলেও মুনিমেই বাজি রাখার ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কালকে। আমি এখনও নিশ্চিত করে বলতে পারব না। আজকে আমরা উইকেট দেখলাম। আশা করি আমরা পরিকল্পনা করব, আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কিভাবে সাজাতে চাই।’
ইনিংস লম্বা করার চেষ্টাতেই সফল নাইম
২১ মার্চ ২৫
স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও ওপেনারদের ব্যর্থতার মাঝে খানিকটা আলো জ্বালিয়েছিলেন নাইম শেখ। ২০২১ সালে লিটন দাস-সৌম্য সরকাররা যখন নিজেদের মেলে ধরতে ব্যর্থ তখন পুরো বছরে ২৬ টি-টোয়েন্টি খেলে ৫৭৫ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মাঝে যা সর্বোচ্চ।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় ছয়ে ছিলেন নাইম। যদিও সদ্য সমাপ্ত বিপিএলে দলের চাহিদা মেটাতে পারেননি তিনি। পুরো বিপিএলে ৮ ম্যাচ খেলা বাঁহাতি এই ওপেনার করেছিলেন মোটে ৫০ রান। তবে নাইমের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
মাহমুদউল্লাহ বলেন, ‘নাইমের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গত বছরের হিসেব যদি করেন সে টি-টোয়েন্টিতে আমাদের দলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। সম্ভবত বিপিএলে সেভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। আমরা যেভাবে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যে সে খুব ভালো খেলোয়াড়। সে ফিরে আসবে।’