কৌশলের কারণেই ভিন্ন নাসুম, জানালেন হেরাথ
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
৩ ঘন্টা আগে
অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। শিকার করেছেন ১০ রানে ৪ উইকেট।
ম্যাচ শেষে নাসুম কৃতজ্ঞতা জানিয়েছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সেই কোচই নাসুমের প্রশংসায় পঞ্চমুখ। নাসুম টেকনিকের চেয়ে অনেক বেশি কৌশলী বলে জানিয়েছেন তিনি।

হেরাথ বলেন, ‘মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। কন্ডিশন বুঝতে হবে এবং সেভাবে সতর্ক হতে হবে। বল টার্ন করছে কিনা সেটার বুঝতে হবে। সঙ্গে বোলারকে তার ভূমিকাটা জানতে হবে। এটাই তাকে ভালো করতে সহায়তা করবে।’
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
নাসুম খুবই ধৈয্যশীল, এটাই তাকে পারফর্ম করতে সাহায্য করছে বলে মনে করেন হেরাথ। সুযোগ পেতে থাকলে সামনের ম্যাচগুলোতেও বোলাররা অনেক আত্মবিশ্বাসী হবে বলে মনে করেন বাংলাদেশের স্পিন কোচ।
তার ভাষ্য, ‘দেখুন, আমি বলতে চাচ্ছি, এটা টেকনিক্যাল বিষয় নয়, সবটাই ট্যাকটিক্যাল (কৌশলগত)। আপনি ঠিক সময়ে ঠিকভাবে ভাবতে পারলে কাজ করতে সুবিধা হবে। ও (নাসুম) খুব ধৈর্যশীল এবং ঠাণ্ডা। ওটাই ওকে সফল হতে সহায়তা করেছে। বোলারদের যত সুযোগ দেওয়া হবে তত ওরা আত্মবিশ্বাসী হবে। ইউনিট হিসেবে পারফরম্যান্স করবে।’
আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও সমানগুরুত্ব সহকারেই নিচ্ছে বাংলাদেশ। তাই কাউকে বিশ্রাম দেয়ার ভাবনায় নেই টিম ম্যানেজমেন্ট।
এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘কাউকে বিশ্রাম দেওয়া হবে বলে মনে হয় না। আমরা সেরা একাদশ নিয়েই নামব। সিরিজ জিততে আগামীকাল ম্যাচটা জিততেই হবে।’