promotional_ad

নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ফারজানা হক পিঙ্কি। তবে নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশের বোলাররাা। তাতে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউই মেয়েদের কাছে নিগার সুলতানা জ্যোতির দলের হার ৯ উইকেটে।


বৃষ্টির কারণে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৭ ওভারে। ডুনেডিনে এমন ম্যাচে জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে ‍শুরুটা প্রত্যাশিত করতে পারেনি নিউজিল্যান্ডের মেয়েরা।


promotional_ad

জাহানারা আলমের বলে সাবলীল ব্যাটিং করলেও ফারিহা তৃষ্ণার বলে বেগ পেতে হচ্ছিলো সুজি বেটস এবং সোফি ডিভাইনকে। তবে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন সালামা খাতুন। ডানহাতি এই স্পিনারের লেংথ বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ডিভাইন। 


১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক। এরপর নিউজিল্যান্ডকে আর কোনো উইকেট হারাতে দেননি বেটস এবং অ্যামিলিয়া কের। তাদের দুজনের ১১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটের বড় জয় পায় কিউইরা। 


ম্যাচ শেষ করার আগে ৫১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বেটস। হাফ সেঞ্চুরি তুলে নিয়েই বেলিন্দা ক্লার্ককে পেছনে ফেলে নারীদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায় চারে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।


এদিন আরও একটি জায়গায় ক্লার্ককে পেছনে ফেলেছেন বেটস। বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের সুবাদে মাত্র ২১ ইনিংসে নারী ওয়ানডে বিশ্বকাপে এক হাজার পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটার। নারী ওয়ানডে বিশ্বকাপে যা দ্রুততম। এর আগে ২২ ইনিংসে এক হাজার করেছিলেন বেলিন্দা ক্লার্ক।


এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ফারজানা। এ ছাড়া শামীমা সুলতানার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball