promotional_ad

‘অজুহাত নয়, নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডেতে এক ধাপ এগিয়ে সাতে বাংলাদেশের মেয়েরা

১৪ মে ২৫
বিসিবি

বৃষ্টি দিয়ে সকালের শুরুটা হলেও বেশ খানিকটা সময় অপেক্ষার পর মাঠে গড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা। ম্যাচ শুরু হলেও দেখা গেছে বেরসিক বৃষ্টির বিদ্রুপ। নিউজিল্যান্ডের বোলিংয়ের সময় সেটা খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও জাহানারা আলমদের বোলিংয়ের সময় বাড়ে বৃষ্টির পরিমাণ।


একটা সময় চারপাশ ঘোলাটে হয়ে আসছিলো। টিভি ধারাভাষ্যেও এমন কথা বলছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তবে ম্যাচ বন্ধ করেননি ম্যাচ অফিসিয়ালসরা। এমন ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ের সময় দলের ক্রিকেটারদের নিয়ে দুর্ভাবনায় ছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, যাদের নিয়ে লড়াই করতে হবে তাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 


promotional_ad

ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ফিল্ডারদের নিরাপদে ম্যাচ শেষ করা নিয়ে দুর্ভাবনায় ছিলাম আমি। কারণ আরও ৫টি ম্যাচ বাকি আছে। আমার খেলোয়াড়রা যদি নিরাপদ থাকে, তাহলেই বাকি ম্যাচগুলো খেলতে পারব। লড়াইটা করব যাদের নিয়ে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

‘এখন আপনারা বলতে পারেন যে এটা অজুহাত, কারণ প্রথম ইনিংসেও বৃষ্টি ছিল। কিন্তু আসলে তা নয়। প্রথম ইনিংসে বৃষ্টির জোর এত ছিল না, আমাদের ব্যাটিংয়ে সময় কন্ডিশন তুলনামূলক ভালো ছিল। আমাদের বোলিং-ফিল্ডিংয়ের সময় বৃষ্টি অনেক ভারী ছিল। ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের ভাবতে হবে। বিশ্বকাপের পরও অনেক খেলা আছে আমাদের।’


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার শামীমা সুলতানা এবং ফারজানা হক পিঙ্কি উদ্বোধনী জুটিতে ৫৯ রান করেছিলেন। ৩৩ রানে শামীমা ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ফারজানা। মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটাররা সেভাবে নিজেদের মেলে ধরতে না পারায় ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ।


সুজি বেটস এবং অ্যামিলিয়া কেরের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটে হারে টাইগ্রেসরা। যদিও ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান হয়েছিল বলে মনে করেন জ্যোতি। এমন পুঁজি নিয়েও ম্যাচ হারের পর কন্ডিশনকে ‍দুষলেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে খেলার মতো উপযুক্ত আবহাওয়া ছিল না বলে মনে করেন তিনি। বৃষ্টিতে বোলিং এবং ফিল্ডিং করার কতটা কষ্টসাধ্য ছিল সেটাও জানিয়েছেন জ্যোতি। 


তিনি বলেন, ‘সংগ্রহ যা ছিল বোর্ডে, তা খুবই ভালো ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে চিত্র পুরো ভিন্ন ছিল। বৃষ্টি ছিল অনেক বেশি ও আবহাওয়ার অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তবু আমরা খেলেছি। বোলাররা গ্রিপ করতে সমস্যা অনুভব করেছে। আউটফিল্ডে যারা ফিল্ডিং করেছে, এত বৃষ্টি হচ্ছিল যে বল দেখতেও কষ্ট হচ্ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball