আইপিএলের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন না উইলিয়ামসনরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
৪ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর জুড়েই খেলার সুযোগ পাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিউই প্রধান কোচ গ্যারি স্টেড।
আইপিএল চলাকালীন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজটি শুরু হবে ২৫ মার্চ আর আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। এই সিরিজে থাকছেন না আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।

ফলে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও টিম সাউদিদের ছাড়াই ডাচদের বিপক্ষে সিরিজ খেলবে হবে কিউইদের। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম লাথাম।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এ প্রসঙ্গে স্টেড বলেছেন, 'তারা নেদারল্যান্ডস সিরিজে থাকছে না। আমি মনে করি একজন কোচ হিসেবে এটা খুবই আনন্দদায়ক যে আপনি জানেন কারা স্কোয়াডের গভীরতা বাড়াবে এবং ভবিষ্যতে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবে।'
বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অনেক ক্রিকেটারই জাতীয় দলের খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অনেক দল আইপিএল চলাকালীন নিজেদের কোনো সূচিও রাখছে না।
নিউজিল্যান্ডের মতোই দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ সেই সময়ই বাংলাদেশের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে কিউইরা।