promotional_ad

২৫ মাস পর বাবরের সেঞ্চুরি, তবুও এগিয়ে অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

মিচেল স্টার্ক-মিচেল সোয়েপসনদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে দেড়শর আগেই অল আউট হয়েছিল পাকিস্তান। তৃতীয় দিন সফরকারী বোলারদের সামনে দাঁড়াতে না পারলেও দিন বদলাতেই বদলেছে বাবরের আজমের দলের ব্যাটিংয়ের চিত্র। সঙ্গে পাকিস্তানের অধিনায়কের সেঞ্চুরির অপেক্ষা ফুরিয়েছে ২৫ মাসের। বাবরের সেঞ্চুরির দিনে ৭১ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক। তাতে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৪ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। তবুও পাকিস্তানের খানিকটা এগিয়ে অজিরা। শেষ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের চাওয়া ৩১৪ রান। এদিকে সফরকারীদের চাই ৮ উইকেট। করাচি টেস্ট ড্র করতে শেষ দিনের পুরোটা সময় ব্যাটিং করার বিকল্প নেই স্বাগতিকদের। 


করাচিতে জয়ের জন্য ৫০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় মাত্র দুই রানেই সাজঘরে ফেরেন আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া ইমাম উল হক। নাথান লায়নের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।


promotional_ad

যদিও আম্পারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন ইমাম উল হক। তবুও শেষ রক্ষা হয়নি ২৬ বছর বয়সি এই ব্যাটারের। থিতু হতে পারেননি তিনে নামা আজহার আলীও। ক্যামেরন গ্রিনের শর্ট বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ৬ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়েন বাবর ও শফিক।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

১ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে ২৭৫ বলে পাকিস্তান শতরানে পৌঁছায়। দলের সেঞ্চুরির হওয়ার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন বাবর। সাত চারে ৮৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক। শফিকের হাফ সেঞ্চুরি পেতে অবশ্য ১৫৩ বল খেলতে হয়েছে। এর আগে ২০১ বলে দুজনের শতরানের জুটি পূর্ণ হয়। 


৮৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাবর শেষ বিকেলে সেঞ্চুরি পেয়েছেন ১৮০ বলে। টেস্ট ক্যারিয়ারে যা তার ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তানের মাটিতে যা তৃতীয়। এদিকে ২৫ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। ১০২ রানে অপরাজিত থাকা বাবরকে সঙ্গ দেয়া শফিক অপরাজিত ৭১ রানে। 


এর আগে ১ উইকেটে ৮১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া মাত্র ১৬ রান যোগ করতেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। মার্নাস ল্যাবুশেন ৪৪ রানে আউট হলেও উসমান খাওয়াজা অপরাজিত ছিলেন ৪৪ রানে। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৫০৬ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball