এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার: ভন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
রাওয়ালপিন্ডি টেস্টে রোমাঞ্চের ছিঁটেফোঁটা পাওয়া না গেলেও করাচি টেস্ট ছাপিয়ে গেছে প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে আবহকে। ম্যাচ জিততে শেষ দিনে রেকর্ড রান তাড়া করে ডিঙাতে হতো অস্ট্রেলিয়ার রান পাহাড়।
সফরকারীদের রান পাহাড় টপকাতে না পারলেও বাবর আজম, আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট বাঁচিয়েছে পাকিস্তান। আগের দিনের সেঞ্চুরিয়ান বাবর শেষ দিনে ফিরেছেন ৪২৫ বলে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই পাকিস্তান টেস্ট ড্রয়ের মোমেন্টাম খুঁজে পায়।

শেষ দিনে সেঞ্চুরি তুলে নিয়ে সেটার পূর্ণতা দিয়েছেন রিজওয়ান। এমন ইনিংসের পরও মাত্র ৪ রানের আক্ষেপে পুড়িয়েছে বাবরকে। চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেও প্রথম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া হলো না তার।
বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন
২৮ ফেব্রুয়ারি ২৫
এসব ছাপিয়ে বাবরের এমন ইনিংসের পর পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টুইট করে জানিয়েছেন, তিন ফরম্যাটে বাবর এই মুহূর্তে সেরা ব্যাটার।
এই টুইটে ভন বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার। সব ফরম্যাটেই দারুণ করছে।’
Without question I think @babarazam258 is the best all round Batter in the World right now .. Brilliant across all the formats .. #PAKvAUS ..
— Michael Vaughan (@MichaelVaughan) March 16, 2022