promotional_ad

লিচ-সাকিবের রোমাঞ্চ সৃষ্টির পরও ড্র বার্বাডোস টেস্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

অনুমেয়ভাবেই ড্র হলো বার্বাডোস টেস্ট। যদিও শেষদিনে হালকা রোমাঞ্চের সঞ্চার করেছিলেন ইংল্যান্ডের বোলাররা। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের অনবদ্য ব্যাটিংয়ে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। সিরিজে এখন পর্যন্ত হওয়া দুটি টেস্ট ম্যাচের দুটোর ফলাফলই ড্র।


আগের দিন বিনা উইকেটে পার করলেও শেষদিনের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫০৭ রান করে ইনিংস ঘোষণা করা দলটি দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেটে ১৮৫ রান করে ইনিংস ঘোষণা করে।


দলটির হয়ে ৩৯ বলে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেছেন ড্যান লরেন্স। ওপেনার জ্যাক ক্রাওলি করেন ৬৮ বলে ৪০ রান। এছাড়া জনি বেয়ারস্টো ২৫ বলে ২৯ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন স্টোকস ১৮ বলে ১৯ রান করেন।


শেষ দিনে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজকে দ্রুতগতিতে কিছু রান ছুঁড়ে দিয়ে শেষ ইনিংসে তাদের অলআউট করা। ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে ক্যারিবিয়ানদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৮২ রানের।


promotional_ad

পরিকল্পনা সফল হতে চলেছিল ইংলিশদের। কেননা জ্যাক লিচ ও অভিষিক্ত সাকিব মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে রীতিমতো চেপে ধরেন। একে একে ফিরে যান জন ক্যাম্পবেল (১০), শামারহ ব্রুকস (৪), এনক্রুমাহ বোনার (৩), আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জার্মেইন ব্ল্যাকউড (২৭) ও জেসন হোল্ডার (০)।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

২২ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

লিচ নেন তিন উইকেট। সাকিবের শিকার দুই উইকেট। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে লক্ষ্যভ্রষ্ট হননি ব্র্যাথওয়েট। প্রথম ইনিংসে ৪৮৯ বলে ১৬০ রান হাঁকানো এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন ১৮৪ বলে অপরাজিত ৫৬ রান।


শেষদিকে ৬৩ বলে অপরাজিত ৩০ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন উইকেটরক্ষক ব্যাটার জসুয়া ডা সিলভা। এই দুজনের ব্যাটে খুব সাবলীলভাবেই এই টেস্ট ড্র করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। পাঁচ উইকেটে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা নির্বাচিত হন ব্র্যাথওয়েট।


সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড প্রথম ইনিংস- ৫০৭/৯ (১৫০.৫ ওভার) (ডিক্লে.)
(রুট ১৫৩, স্টোকস ১২০, লরেন্স ৯১; পারমাল ৩/১২৬)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৪১১/১০ (১৮৭.৫ ওভার)
(ব্র্যাথওয়েট ১৬০, ব্ল্যাকউড ১০২; লিচ ৩/১১৮)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ১৮৫/৬ (৩৯.৫ ওভার) (ডিক্লে.)
(লরেন্স ৪১, ক্রাওলি ৪০; পারমাল ২/২৯)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ১৩৫/৫ (৬৫ ওভার) (লক্ষ্য ২৮২ রান)
(ব্র্যাথওয়েট ৫৬*, ডা সিলভা ৩০*; লিচ ৩/৩৬)


 


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball