২ ম্যাচ নিষিদ্ধ জেসন রয়, গুনলেন জরিমানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন জেসন রয়। পাশাপাশি প্রায় তিন লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছে এই ইংলিশ ওপেনারকে। ৩১ মার্চের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে তাকে।
আগামী এক বছর তার ওপর নজর রাখার কথা জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত মঙ্গলবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

মূলত কোন অপরাধের দায়ে রয়কে জরিমানা করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি ইসিবি। তবে ইসিবির বিবৃতি অনুযায়ী, ধারণা করা হচ্ছে শৃঙ্কলা ভঙ্গের কারণেই এই শাস্তি পেতে হচ্ছে রয়কে।
বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়
৭ জানুয়ারি ২৫
ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের একটি প্যানেলের দাবি, ইসিবির নিয়ম অনুযায়ী ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন রয়। যদিও এই ওপেনারের অপরাধের বিষয়ে পরিষ্কার করে বিবৃতিতে কিছুই জানায়নি বোর্ড।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী ১২ মাস রয়ের উপর নজর থাকবে ইসিবির। এই সময়ে তার আচরণের ওপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞাও।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানসের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান। কারণ হিসেবে জৈব সুরক্ষা বলয়ের কথা জানিয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার।