৩৭ কোটি রুপির উইকেট এখনই আনছে না পিসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
নিজেদের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে ৩৭ কোটি রুপি খরচ করে ড্রপ ইন পিচ আনানোর ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি।
উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। এখানের উইকেটে এসে রীতিমত লড়াই করতে হয় বাইরের দেশের পেসারদের। উপমহাদেশের বাইরে খেলতে গিয়েও এখানকার ব্যাটারদের গতি ও বাউন্সের বিরুদ্ধে লড়াই করতে হয়।
এই সমস্যা থেকে বের হয়ে আসতে ড্রপ ইন পিচের ব্যবহার শুরু হয় এই দশকে। অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ আনার ব্যাপারে মনস্থির করেছিল পিসিবি। সেখান থেকে আনা ড্রপ ইন পিচগুলো পাকিস্তানে ব্যবহার করা যাবে কিনা এই ব্যাপারে একজন পরামর্শকও নিয়োগ দেয় তারা।

যদিও সেই পিচ বিশেষজ্ঞ আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেননি। তবে জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এখনই ড্রপ ইন পিচ আনছে না পিসিবি। এই ব্যাপারে আরও সময় নিতে চায় তারা।
প্রথমে অস্ট্রেলিয়া থেকে মাটি আনবে পিসিবি। এরপর একাধিক ভেন্যুতে তা পরীক্ষা করে দেখবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড। এর আগে ড্রপ ইন পিচ আনার ব্যাপারে মিডিয়াকে নিশ্চিত করেছিলেন রমিজ।
তিনি বলেন, ‘এসব ড্রপ-ইন পিচ আমাদের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের অনেক সাহায্য করবে। ঐতিহ্যগতভাবেই আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাড়তি বাউন্সে খাবি খাই। যে কারণে প্রতিভা থাকার পরেও অস্ট্রেলিয়ায় আমরা কখনও টেস্ট সিরিজ জিততে পারিনি।'
ড্রপ ইন পিচের ব্যাপারে আরিফ হাবিব গ্রুপের সঙ্গে ড্রপ-ইন পিচ নিয়ে এক সমঝোতা সাক্ষর করেন পিসিবি চেয়ারম্যান রমিজ। তারাই মূলত ৩৭ কোটি রুপি খরচায় দুটি ড্রপ ইন পিচ এনে দেয়ার জন্য সম্মত হয়। সেই চুক্তি আপাতত স্থগিত রাখছে দুই পক্ষ।
ড্রপ ইন পিচ মূলত পছন্দের মতো উইকেট বানিয়ে সেটা মাঠের পিচের জায়গায় বসিয়ে দেয়া যায়। এই পিচ ব্যবহারের ফলে উপমহাদেশের মাটিতেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পেস বান্ধব উইকেট বানানো সম্ভব।