সফল অস্ত্রোপচার সম্পন্ন, মে মাসে মাঠে ফিরছেন উড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ মার্চ ২৫
অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মার্ক উডের। ইংল্যান্ডের হার্লি স্ট্রিট স্পেশালিষ্ট হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন করেছে চিকিৎসকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমনটা নিশ্চিত করেছেন উড নিজেই। সফল অস্ত্রোপচারের পর জানা গেছে, পুনর্বাসন শেষ করে আগামী মে মাসে ক্রিকেটে ফিরবেন তিনি।
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান ইংলিশ পেসার উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বোলিং করতে পারবেন না তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উড লিখেন, 'কে বলে হাসপাতাল ভালো জায়গা নয়? আমার বাহুতে আর কোনো হাড়ের টুকরো নেই। প্রফেসর রজার ভ্যান রিয়েট এবং মি. আলী নুরানিকে ধন্যবাদ আমার সমস্যা খুঁজে বের করার জন্য। সকল স্টাফকে ধন্যবাদ যারা আমার জন্য সবকিছু সহজ করেছে।'
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পাশাপাশি এবারের আইপিএল খেলার আশাও ধূলিসাৎ হয়ে যায় উডের। মেগা নিলাম থেকে সাড়ে সাত কোটি রুপিতে দলে নেয়া এই পেসারের বদলি খুঁজে নিতে শুরু করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কর্মকর্তারা।
তার বিকল্প হিসেবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চাইছিল লক্ষ্ণৌ। যদিও আইপিএলের সময় দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শেষমেশ উডের বিকল্প হিসেবে অ্যান্ড্রু টাইকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। টাইয়ের আগে অবশ্য জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ। প্রথমে জানা গিয়েছিল, উডের বদলি হিসেবে মুজারাবানিকে দলে নেয় তারা। পরবর্তীতে জানা গেছে, দলটিতে নেট বোলার হিসেবে নেয়া হয়েছে জিম্বাবুয়ের এই পেসারকে।