ইংল্যান্ড সিরিজে ‘ফিট’ উইলিয়ামসনকে চান স্টেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
ইংল্যান্ড সিরিজে কেন উইলিয়ামসনকে অবশ্যই দলে চান নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। কিউই অধিনায়ককে পুরোপুরি ফিট অবস্থায় চান স্টেড। উইলিয়ামসনের পুরোনো ইনজুরি মাঝে মধ্যেই নড়েচড়ে ওঠায় চিন্তিত স্টেড।
ইনজুরির কারণে বেশ কয়েকমাস ধরে মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। মূলত কনুইয়ের পুরোনো চোটই বারবার আহত করে তাকে। গত বছরের শেষদিকে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা কনুইয়ের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন।

সেই চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি তিনি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুটি টেস্ট খেলা হয়নি উইলিয়ামসনের। পরবর্তীতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও মিস করেছেন তিনি। এখন অবশ্য আইপিএল খেলছেন কিউই এই তারকা ব্যাটার।
নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড
৮ এপ্রিল ২৫
তাকে দলে পাওয়া প্রসঙ্গে স্টেড বলেন, 'সে আস্তে আস্তে ছন্দে ফিরে আসছে যেখানে আমরা তাকে চেয়েছিলাম। আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই তাকে চাই। সে আমাদের সেরা একজন ব্যাটার। তাকে আমরা সবসময়ই মিস করেছি।'
'আমি চাই সে খেলুক। যে দলে কেন উইলিয়ামসন আছে সে দল অন্যান্য দলের থেকে অনেক শক্তিশালী। আমাদের মতো কেনেরও বিশ্রাম দরকার হয়। সে নিউজিল্যান্ডের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে।'
মে মাসের শেষদিকে আইপিএলের এবারের আসর শেষ হবে। ২ জুন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।