স্টোকসের ক্রিকেটে ফেরা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
চোট আর মানসিক অবসাদ কাটিয়ে গত অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন বেন স্টোকস। অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার। সেই সফরে গিয়ে আবারও চোটে পড়েছেন তিনি। বার বার চোটে পড়ায় নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ভুগছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
গত অ্যাশেজে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। ৪-০ ব্যাবধানে হারের মিশনে ব্যর্থ ছিলেন স্টোকসও। অ্যাশেজে ব্যর্থতার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম থেকেও নিজেকে সরিয়ে নেন। মূলত টেস্ট ক্রিকেটে মনযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের টেস্ট দলে ছিলেন তিনি। সেখানে খেলার সময়ই আবারও চোটে পড়েন এই ইংলিশ অলরাউন্ডার। এরপর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। ঠিক কবে নাগাদ বাইশগজে ফিরতে পারবেন তাও আপাতত বলা যাচ্ছে না।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
স্টোকস বলেন, 'এই মুহুর্তে, আমি এই স্ক্যানগুলি না পাওয়া পর্যন্ত কোনো অনুশীলন করছি না। (সম্পূর্ণ স্ক্যান রিপোর্ট পাওয়ার পর) আমরা খুঁজে বের করবো যে, কী ঘটছে। আশা করি, সে অনুযায়ী একটি ভবিষ্যত পরিকল্পনা তৈরি করতে পারবো।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে হাটুঁর চোটে পড়েন স্টোকস। এরপর সেখানে বেশ কিছু স্ক্যান করানো হয়েছে। তবে সবগুলো স্ক্যান রিপোর্ট এখনও হাতে পাননি তিনি। স্ক্যান রিপোর্ট হাতে পেলে তার চোটের বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, 'ক্যারিবীয়ান সফরে আমি হাঁটুর চোটে পড়ি, সবগুলো স্ক্যান রিপোর্ট পাচ্ছি...সুতরাং আমি আক্ষরিক অর্থেই এখন কোনো পরিকল্পনা করতে পারছি না, যতক্ষণ না আমরা দেখতে পাই যে সেখানে (হাঁটুতে) কী ঘটছে।'