promotional_ad

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বেনেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন হামিশ বেনেট। ৩৫ বছর বয়সে এসে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে কিউইদের হয়ে মাত্র ৩১ ম্যাচে খেলেছেন তিনি।


জাতীয় দলের হয়ে ১৯টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি ও একটি টেস্টে সবমিলিয়ে ৪৩ উইকেট শিকার করেছেন বেনেট। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।


promotional_ad

কাকতালীয়ভাবে ক্যারিয়ারের শেষ ম্যাচেও তার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে মিরপুরে লাল-সবুজের দলের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ইনজুরির কাছেই হার মানতে হচ্ছে তাকে।


বিদায় বেলায় বেনেট বলেন, 'নিতম্ব থেকে হাড় বের করে পিছনের দিকে রাখা বেশ জটিল। এই অবস্থায় ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যখন টিমারুতে নেট বোলিং শুরু করি, তখন আমি স্বপ্নেও ভাবিনি আমার ক্যারিয়ার উপভোগ করতে পারব।'


'অনেক দুর্দান্ত খেলোয়াড়, অধিনায়ক এবং কোচের সাথে কাজ করতে ও খেলতে পেরে খুব সৌভাগ্যবান। নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। সেই সব স্মৃতি ও অভিজ্ঞতাগুলো আমি লালন করব এবং অন্যদের সাথে এসব নিয়ে গল্প করব।'


কিউইদের হয়ে ২০১১ বিশ্বকাপ খেলেছেন বেনেট। ২০১২ সালে ব্যাক ইনজুরিতে পরে চোট কাটিয়ে ফিরলেও জাতীয় দলের নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ২৬৫ ম্যাচে ৪৮৯ উইকেট শিকার করেছেন বেনেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball