promotional_ad

বাদ পড়ার কারণ খোঁজা বাদ দিয়েছেন অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলি-রোহিত না থাকলেও ভারতে প্রতিভার কোনো ঘাটতি নেই: অ্যান্ডারসন

১৪ মে ২৫
জেমস অ্যান্ডারসন ও বিরাট কোহলি, ইসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার শুরুটা হয়েছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই ক্যারিবীয় সফরে গিয়েছিল ইংল্যান্ড। 


ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না ইংল্যান্ডের সর্বকালের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। তবে ঠিক কি কারণে দল থেকে বাদ পড়েছেন সেটা বুঝতে পারছেন না ডানহাতি এই পেসার। সেটি বুঝতে চেষ্টা করাও বাদ দিয়েছেন বলে জানান তিনি।


এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘এটা বুঝতে চেষ্টা করা বন্ধ করে দিয়েছি কেনো ইংল্যান্ড দল থেকে বাদ পড়লাম। এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি কেবল আমার বোলিং নিয়ন্ত্রণ করতে পারি, এর বাইরে কিছু নয়।’


promotional_ad

বয়স বাড়লেও এখনও বলের ধার কমেনি অ্যান্ডারসনের। দল থেকে বাদ পড়ার পরও বোর্ড পরিচালক ও প্রধান কোচের থেকে কোনো বার্তা পাননি বলে দাবি করেছেন তিনি। সবাই অবসর নিয়ে প্রশ্ন করলেও এখনও ক্রিকেটেই তার মনোযোগ রয়েছে বলে জানান ৩৯ বছর বয়সি এই পেসার।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

পারফর্ম করতে পারলে এবং শরীর চ্যালেঞ্জ নিতে পারলে ক্রিকেট চালিয়ে যেতে চান অ্যান্ডারসন। তিনি বলেন, ‘কিছুটা অদ্ভুত লেগেছে। এখনও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার আমি, কিন্তু বোর্ড পরিচালক ও প্রধান কোচের থেকে কোনো বার্তা পাইনি। গত কয়েকবছর ধরে ক্রিকেটের পরের জীবন সম্পর্কে চিন্তা করছি। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছার পর অবসর সম্পর্কে ভাবা স্বাভাবিকই। সবাই প্রশ্ন করবে কখন অবসরে যাচ্ছেন। তবে আমার ফোকাস সবসময় ক্রিকেটেই ছিল।


‘যদি পারফর্ম করতে পারি এবং শরীর চ্যালেঞ্জ নিতে পারে, তবে ক্রিকেট চালিয়ে যাব। যদি ইংল্যান্ড দলে ডাক না আসে তবে এই মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাব। ক্যারিয়ারে কখনোই খুব বেশি এগিয়ে দেখিনি। সর্বদা গেম-বাই-গেম এবং সিরিজ-বাই-সিরিজ নিয়ে ভেবেছি।’


সাম্প্রতিক সময়ে দল হিসেবে পারফর্ম করতে পারছে না ইংল্যান্ড। শুধু অ্যাশেজ সিরিজই নয় সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজে হেরেছে ইংলিশরা। শেষ টেস্টে শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। তাতে জো রুটরা টেস্ট  হেরেছে ১০ উইকেটে। নিজেদের খেলা সর্বশেষ ১৭ টেস্টের মাত্র একটিতে জয় পেয়েছে রুটের দল। 


এরপরই আসলে ইংল্যান্ডকে ঢেলে সাজানোর কথা ভাবছে ইসিবি। অ্যান্ডারসনও মনে করেন টেস্ট দল হিসেবে গত কয়েক বছরে সময়টা ইংল্যান্ডের ভালো যাচ্ছে না। এমন অবস্থায় ইংল্যান্ডের একজন ভালো কোচ নিয়োগ দিতে বলছেন অ্যান্ডারসন। সেই সঙ্গে নিজের বাদ পড়া নিয়ে ইসিবির সঙ্গে মুখোমুখি বসতে চান তিনি।


অ্যান্ডারসন বলেন, ‘ইংল্যান্ডের একজন ভালো কোচ দরকার। টেস্ট দল হিসেবে আমাদের জন্য কঠিন কয়েক বছর কেটেছে। তবে রিসেট আসলে কী বোঝায় তা নিশ্চিত নই। সময়টা প্রত্যেকের জন্য কঠিন। অ্যাশেজ পরাজয়ের পরে সবকিছুই যাচাই-বাছাই করা হচ্ছে। অনেকে কাজ হারাচ্ছেন। তবে আমি মুখোমুখি বসতে পছন্দ করতাম, কিন্তু স্পষ্টতই তা হয়নি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball