স্যার রিচার্ড হ্যাডলি পুরষ্কার জিতলেন সাউদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি
১৫ মে ২৫
গত মৌসুমে নিউজিল্যান্ডের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে 'স্যার রিচার্ড হ্যাডলি মেডেল' জিতলেন টিম সৌদি। তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডাস অনুষ্ঠানে এই পেসারের নাম ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
প্রথমবারের মতো এই পুরষ্কার জিততে পেরে আনন্দিত সাউদি। যার খেলা দেখে বড় হয়েছেন, সেই স্যার হ্যাডলি মেডেল জেতাটা সাউদির জন্য বিশেষ কিছু, পুরষ্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় সাউদি বলেন, 'এমন মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ড হ্যাডলিকে দেখে বেড়ে ওঠেছি। তার সম্পর্কে সবকিছু জানতাম এবং এই বছর তার পুরষ্কার জেতা অবশ্যই আনন্দের।'
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
মূলত গত মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এই পুরষ্কার পেয়েছেন সাউদি। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে তিনি অসাধারণ সময় কাটিয়েছেন। গত মোউসুমে টেস্টে প্রায় ২৪ গড়ে শিকার করেছেন ৩৬ উইকেট। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৫ উইকেট শিকার করে দলের জয়ের বড় অবদান রেখেছিলেন এই পেসার।
এদিকে এবছর নিউজিল্যান্ডের 'ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার' পুরষ্কার জিতেছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য 'রেডপ্যাথ কাপ' অ্যাওয়ার্ডও জিতেছেন কিউই দলপতি।
নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট। মূলত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ এই স্বীকৃতি মিলেছে বোল্টের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি পেসার।