promotional_ad

ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন জো রুট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন জো রুট। লাল বলের খেলায় ইংল্যান্ডের হয়ে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না তাকে। সাদা পোশাকে নেতৃত্বের পাঁচ বছরের অধ্যায়ের ইতি টানলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।


গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ হয় ইংল্যান্ড। এরপরই রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য সেই সময় আস্থা রেখেছিল রুটের ওপর।


promotional_ad

কিন্তু কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ফের শুরু হয় রুটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতো অনেকেই চায় রুট পদত্যাগ করুক। এবার সেটাই করলেন রুট।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে যত সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। ক্যারিবিয়ান সফর থেকে বের হয়ে আসার পর বেশ কয়েকটি বিষয় ভেবে দেখার দরকার ছিল।'


'আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কথা বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, নেতৃত্ব ছাড়ার এটাই সঠিক সময়।'


গত বছর দল হিসেবে ইংল্যান্ড ভালো করতে না পারলেও ব্যাট হাতে রুট ছিলেন দুর্দান্ত। ১৪ টেস্টে এক হাজার ৭০৮ রান এসেছে তার ব্যাট থেকে। যা সাদা পোশাকের ক্রিকেটে গত বছরের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ। আর টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।


ইংল্যান্ডকে ৬৪ ম্যাচে নেতৃত্ব দেন রুট। এর মধ্যে ২৭ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হেরেছে ইংলিশরা। আর কোনো অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ড এতো ম্যাচে হারেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball