ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী নন মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
টেস্ট দলের টানা ব্যর্থতার কারণে কদিন আগে ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়েছেন জো রুট। তার বিদায়ের পর অধিনায়ক হওয়ার দৌঁড়ে রয়েছেন বেশ কজন। গুঞ্জন উঠেছে সেই তালিকায় আছেন ইয়ন মরগানও। তবে টেস্টের নেতৃত্ব নিতে আগ্রহী নন ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক।
টেস্টে লম্বা সময় ধরেই ভুগছে ইংল্যান্ড। সর্বশেষ ১৭ টেস্টে ইংলিশদের জয় মাত্র একটিতে। মর্যাদার অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারার পরই প্রশ্ন ওঠে রুটের অধিনায়কত্ব নিয়ে। যদিও তখন রুটকে নেতৃত্বে রাখতে বদ্ধ পরিকর ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নেতৃত্বে থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিতে প্রত্যয়ী ছিলেন রুট। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সমালোচনার মুখে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন। এদিকে টেস্ট অধিনায়ক হিসেবে মরগানের নাম উঠে আসলে তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
কারণ হিসেবে মরগান জানিয়েছেন, তিনি লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেট খেলছেন না। পরিসংখ্যানও অবশ্য সে কথাই বলছে। এক দশক আগে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়া মরগান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে। আপাতত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট নিয়ে ভালো রয়েছেন বলে জানান তিনি।
টেস্টের নেতৃত্বে নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, ‘অবশ্যই না। সাদা বলের ক্রিকেট এবং ইংলিশ ক্রিকেটে আমার যে দায়িত্ব আছে সেটা নিয়ে আমি খুশি। এটা আমার ক্যারিয়ারের অংশ এবং এটি নিয়ে আমি খুশি।’
সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব কেন নিতে চান না সেটা ব্যাখ্যা করতে গিয়ে মরগান বলেন, ‘আমি লম্বা সময় ধরে লাল বলের ক্রিকেট খেলছি না। আমি অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী না। আমি এটাতে ভালো করতে পারবো না।’