নতুন ফিল্ডিং কোচ নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রোক্সকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন বাংলাদেশ সফর দিয়েই তিনি লঙ্কানদের সঙ্গে নিজের কাজ শুরু করবেন।
যদিও গত ৭ মার্চ থেকেই রোক্সসের নিয়োগ কার্যকর করেছে শ্রীলঙ্কা। এর আগে নেদারল্যান্ডস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেনির ক্রিকেটে খেললেও কখনও জাতীয় দলে খেলা হয়নি রোক্সের। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে তিনি অফ স্পিন বোলিংও করতেন।
প্রথম শ্রেনির ৪টি ম্যাচ খেলে ৬ ইনিংসে ৬৩ রানের সঙ্গে তিনি নিয়েছেন ৫ উইকেট। আর চারটি লিস্ট 'এ' ম্যাচ খেলে ৭৬ রানের সঙ্গে নিয়েছেন ৪ উইকেট।
রোক্স খেলোয়াড়ি জীবন শেষে কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সহকারী ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স সেন্টারেরও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রোক্স।
সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। আর সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ২৩ মে থেকে।