promotional_ad

ব্রড-অ্যান্ডারসনকে কখনও দলে বিবেচনা না করা বোকামি: স্টোকস

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের ক্রিকেটে এখন বইছে পালাবদলের হাওয়া। এরই মধ্যে টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের স্থলাভিষিক্ত হয়েছেন বেন স্টোকস। অধিনায়কত্ব পেয়ে দলের বাইরে থাকা দুই অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।


স্টোকস মনে করেন, ব্রড-অ্যান্ডারসনদের মত ক্রিকেটারদের কখনও দলে বিবেচনা না করাটা বোকামি। তারা সেরা একাদশের অংশ। দুজন যদি ফিট থাকে তাহলে অবশ্যই ইংলিশদের হয়ে আবারও খেলতে দেখা যাওয়ার বড় সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।


promotional_ad

স্টোকস বলেন, 'একটি টেস্ট ম্যাচ জেতার সেরা উপায় হলো ১১ জন সেরা খেলোয়াড় বাছাই করা। যদি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ফিট থাকে, তাদের দলে নেওয়া হবে, কারণ তারা ইংল্যান্ডের সেরা দুই বোলার। আমার মতে, তাদের কখনও দলে বিবেচনা না করাটা বোকামি। তারা সেরা একাদশের অংশ।'


এদিকে ইংল্যান্ড ক্রিকেটে মাঠের ভেতরে ও বাইরে অনেক কিছুতেই পরিবর্তন দরকার বলে মনে করেন ৩০ বছর বয়সী স্টোকস। তিনি আরও বলেন, 'পরিবর্তনের মতো ব‍্যাপারগুলো চলবে এবং আলোচনা হবে, সেগুলো এখানে (সংবাদমাধ্যমে) বলার মতো নয়। তবে মাঠের বিষয়গুলোর ক্ষেত্রে, আমি নিঃস্বার্থ ক্রিকেটার দলে পেতে চাই, যারা নির্দিষ্ট দিনে ম্যাচ জেতার জন্য তারা কী করতে পারে, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।'


এখনও দলে ফেরার সুযোগ আছে এটা জেনেই দারুণ আনন্দিত অ্যান্ডারসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পেসার বলেছিলেন, 'স্টুয়ার্ট (ব্রড) এবং আমি আশা করছিলাম, আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে জেনে তাই ভালো লাগছে।'


শুধু দলে ফেরার সম্ভাবনা থাকলেই হবে না। একাদশে থাকার যোগ্যতা প্রমাণ করতে কাউন্টিতে নিজ দলের হয়ে মেলে ধরতে চান অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই নতুন যাত্রায় সঙ্গী হতে উন্মুখ হয়ে আছেন সাদা পোশাকের ক্রিকেটের অন্যতম সফল এই পেসার।


তিনি বলেন, 'যদিও নিজ নিজ কাউন্টি দলের হয়ে পারফর্ম করে আমাদের এখনও প্রমাণ করতে হবে যে, সেরা একাদশে (ইংল্যান্ডের) জায়গা করে নেওয়ার মতো যথেষ্ট ভালো আমরা। তবে পরিস্থিতির কারণে এবং বিভিন্ন দায়িত্বশীল জায়গাগুলোর শূন্যতায় আমরা নিশ্চিত ছিলাম না যে কী হতে যাচ্ছে। এখন তা অনেকটাই পরিষ্কার, এটা দারুণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball