promotional_ad

আইপিএলকে ‘না’ বলা জেমিসনের উচ্ছ্বসিত প্রশংসায় স্টেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

২২ মার্চ ২৫
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

ক্যারিয়ারের প্রথম আইপিএলের নিলামেই ১৫ কোটি রুপি পান কাইল জেমিসন। ২০২১ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। অথচ টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের কথা চিন্তা করে এবারের আইপিএল মেগা নিলামে নামই দেননি জেমিসন। তার এমন সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গ্যারি স্টেড।


গতবার আইপিএল নিলামে ঝড় তুললেও মাঠে অবশ্য সেভাবে পারফর্ম করতে পারেননি জেমিসন। নিউজিল্যান্ডের এই পেসার ৯টি ম্যাচে সুযোগ পেয়ে ৯.৬০ ইকোনমি রেটে ৯ উইকেট নেন।


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছেন জেমিসন। এছাড়া বিদেশি পেসারদের বাড়তি চাহিদা থাকে আইপিএলের নিলামে। এবার যেহেতু মেগা নিলাম হয়েছে, সেক্ষেত্রে খুব সহজেই দল পেয়ে যেতেন জেমিসন। অথচ নিলামেই নাম দেননি তিনি।


আরো পড়ুন

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

৮ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড

তার সিদ্ধান্তে মুগ্ধ হয়ে নিউজিল্যান্ডের কোচ স্টেড বলেন, 'কাইলের (জেমিসন) বয়সের একজনের জন্য এই পদক্ষেপ দারুণ সাহসী। ওখানে তার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং উপলব্ধি করেছে, ক্রিকেটার হিসেবে তার কী করতে হবে। সে নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণে খেলতে চায়, তবে টেস্ট ক্রিকেটই তার কাছে সবকিছুর ওপরে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


'সে এটা বুঝতে পেরেছে। ওর সঙ্গে কথা হয়েছিল আমার। নিলামে নিজের নাম না তুলে যে কাজ সে করেছে, আমার মনে হয় না এখনকার খুব বেশি ক্রিকেটার এটা করবে। টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে যেভাবে সে নিজেকে দেখভাল করছে, এজন্য তাকে আমি অভিনন্দন জানাই।'


আগামী ২ জুন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। আইপিএলের পুরো মৌসুম বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে সেই সময়ে ফিরবেন জেমিসনও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball