promotional_ad

ফাইনালে যেতে বাকি সব ম্যাচ জিততে চায় দিল্লি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পয়েন্ট টেবিলে চলছে দারুণ প্রতিযোগিতা। প্রায় প্রতি ম্যাচেই পয়েন্ট তালিকায় ওলট-পালট হচ্ছে। এমন প্রতিযোগিতা টুর্নামেন্টের জন্য ভালো বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান এখন ৭ নম্বরে।


প্লে অফে যেতে হলে বাকি সব ম্যাচে তাদের জয় পেতে হবে এমনটাই জানিয়েছেন ওয়ার্নার। বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে ৪ নম্বরে রয়েছে হায়দরাবাদ। ওয়ার্নার মনে করেন তাদের বিপক্ষে জিতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দিল্লির।


promotional_ad

এ প্রসঙ্গে দিল্লির বাঁহাতি এই ব্যাটার বলেন, 'আমরা যেখানে রয়েছি সেখান থেকে সামনে এগোতে হলে আমাদের অবশ্যই বাকি সব ম্যাচ জিততে হবে। তবেই আমরা ফাইনালে পৌঁছতে পারব। প্রতিযোগিতা বেশ কঠিন। পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট আমাদের মতোই। তাই অন্য কিছু ভাবার সুযোগ নেই।'


বেশ কিছু ম্যাচে রান তাড়া করার লক্ষ্য নিয়ে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। তবে সেই পরিকল্পনা খুব একটা কাজে লাগাতে পারেনি দলটি। বাকি ম্যাচগুলোতে যেভাবেই হোক নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ওয়ার্নাররা।


এ প্রসঙ্গে সতীর্থদের বার্তা দিয়ে এই ওপেনার বলেছেন, 'ফলাফলগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন বড় রান তাড়া করতে ব্যর্থ হয়ে আমরা কিছু ম্যাচ হেরেছি। কাছাকাছি গিয়েও আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। এটা হতাশার। বাকি ম্যাচগুলোয় স্বাভাবিক খেলা খেলতে হবে। অনুশীলনে সঠিক প্রস্তুতি নিতে হবে। মাঠে প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য তৈরি হতে হবে।'


নিজেদের জয়ের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারও কামনা করছেন ওয়ার্নার। তিনি বলেছেন, 'হায়দরাবাদকে হারাতে পারলে আমরা একটু সুবিধাজনক জায়গায় থাকব। তা হলে আমরা প্রথম চারের মধ্যে যেতে পারি। একই সঙ্গে চাইব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়েকটা ম্যাচ হারুক। আমাদের একটু সুবিধা হবে। পয়েন্ট তালিকাটা একটু এলোমেলো দেখাচ্ছে। যদিও এটা প্রতিযোগিতার বাকি অংশকে বেশ জমজমাট রাখবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball