promotional_ad

লিভিংস্টোনকে টেস্ট দলে চান পিটারসেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’

২১ এপ্রিল ২৫
গ্লেন ম্যাক্সওয়েল (বামে) ও লিয়াম লিভিংস্টোন (ডানে)

সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন লিয়াম লিভিংস্টোন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার ভয়-ডরহীন ব্যাটিং দলের জন্য বেশ কার্যকরী। টেস্ট ক্রিকেটেও তার মতো একজন ব্যাটার ইংল্যান্ড দলে প্রয়োজন বলে মনে করেন কেভিন পিটারসেন। তবে লিভিংস্টোনকে পাঁচ-ছয় নম্বরে চান ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার।


চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন লিভিংস্টোন। তিন-চার নম্বরে ব্যাটিং করতে নেমে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করছেন তিনি। দলের প্রয়োজনে বড় ইনিংসও খেলেছেন  ডানহাতি এই ব্যাটার।পিটারসেনের মতে, টেস্ট ক্রিকেটেও তার এমন ব্যাটিং কার্যকরী হবে।


promotional_ad

পিটারসেন বলেন, 'সে (লিভিংস্টোন) চাপের মধ্যে খেলতে অভ্যস্ত এবং সে এটা পছন্দ করে। তাকে টেস্ট দলে (ইংল্যান্ড) পাঁচ-ছয় নম্বরে দেখতে চাই। সে দ্রুত ম্যাচের চিত্র বদলে দিতে পারে।'


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে লিভিংস্টোনের। ৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬ গড়ে ৭২ রানের পাশাপাশি বল হাতেও ১ উইকেট শিকার করেছেন তিনি।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে প্রায় ২৪ গড়ে করেছেন ২৮৫ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫৮ স্ট্রাইক রেটে। লিভিংস্টোনের মারকুটে ব্যাটিং উপভোগ করেন তিনি।


পিটারসেন বলেন, 'লিভিংস্টোনের মতো প্রতিভাবানকে ইংল্যান্ড দলে নেয়ার এখনই উপযুক্ত সময়। সে একজন মারকুটে ব্যাটার এবং সে যেভাবে ব্যাটিং করে তা আমি উপভোগ করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball