promotional_ad

রুটকে চারে ফেরালেন স্টোকস, নিজে নামবেন ছয় নম্বরে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পেয়েই ব্যাটিং পজিশনে রদবদলের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস। তিনি জো রুটকে আবারও চার নম্বরে পজিশনে ফিরিয়ে আনছেন। যদিও ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচে চারেই ব্যাটিং করেছেন রুট।


এই পজিশনে খেলে ১০৬ ইনিংসে ৫১.২৭ গড়ে ১৪ সেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ১৭৯। আর পাঁচে ৩১ ইনিংসে ৬৭.৭৭ গড়ে ১ হাজার ৮৩০ রানের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৬টি সেঞ্চুরি। রুটের প্রমোশনের সঙ্গে নিজের ব্যাটিংয়ের জায়গাটাও পরিবর্তন করছেন স্টোকস। তিনি ৬ নম্বরে ব্যাট করবেন। 


promotional_ad

এ ছাড়া তিন ও পাঁচ নম্বরের জন্য নতুন কাউকে খুঁজছে ইংল্যান্ড। দল ও রুটের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্টোকস। এই বিষয়ে সদ্য বিদায়ী এই অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক।


তিনি বলেন, 'জো-এর (রুট) সঙ্গে এর মধ্যেই কথা বলেছি আমি। ওকে আমি বলেছি চারে ফিরে যেতে, আমি নামব ছয়ে। জো যেখানেই ব্যাট করুক, রান পাবেই। তবে ওর সেরা পজিশন চার। এখানে খেললে হয়তো ওর গড় ৬০ (গত বছরের গড়) না হয়ে ৯০ হয়ে যাবে, সেটা হবে দারুণ।'


লম্বা সময় ধরেই টেস্টে নিয়মিত পাঁচ নম্বরে ব্যাট করছেন স্টোকস। এখন ব্যাটিং-বোলিং আর অধিনায়কত্ব সামলাতে নেমে যাচ্ছেন ৬ নম্বরে। স্টোকস জানিয়েছেন, দলের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার ভারসাম্য রাখতেই এই পরিবর্তন।


এই বিষয়ে খোলাসা করে তিনি বলেন, 'জো চারে ও আমি ছয়ে থাকলে ওই জায়গাটায় অভিজ্ঞতার মিশেল থাকে। কাজেই খোলা চোখেই ধরা পড়ছে, কোন পজিশন ফাঁকা আছে-তিন ও পাঁচ নম্বর। আমার মনে হচ্ছে, স্রেফ ডারহামের (নিজের দল) স্কোর দেখার বদলে এখন থেকে আমাকে নিয়মিত কাউন্টি ক্রিকেটের খোঁজখবর রাখতে হবে যে কে কেমন করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball