promotional_ad

বাংলাদেশকে হালকাভাবে নেয়াটা বোকামি: ম্যাথুস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

টেস্ট দল হিসেবে কখনই আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক সময়েও ছন্দে নেই মুমিনুল হকের দল। তবুও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার মনে করেন, বাংলাদেশকে হালকাভাবে নেয়াটা বোকামি হবে।


চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারায় বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। কিউইদের বিপক্ষে সিরিজ ড্র করলেও দক্ষিণ আফ্রিকায় ধরাশয়ী বাংলাদেশ। 


promotional_ad

দুই স্পিনার সাইমন হার্মার এবং কেশভ মহারাজের স্পিন ঘূর্ণিতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। দুই টেস্টের চার ইনিংসের দুটিতে ৫৩ ও ৮০ রানে অল আউট হয়েছিল মুমিনুলের দল। প্রোটিয়াদের বিপক্ষে এমন পারফরম্যান্সের পরও বাংলাদেশকে শক্ত দল মানছেন ম্যাথুস।


এ প্রসঙ্গে ম্যাথুস বলেন, ‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন। বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম কর‍তে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করবো।’


বিদেশের মাটিতে বাংলাদেশ সেভাবে ভালো করতে না পারলেও ঘরের মাঠে বরাবরই ভালো দল বাংলাদেশ। এখানে টাইগারদের হারাতে পরিকল্পনার সেরাটা খেলতে হবে বলে মনে করেন ম্যাথুস।


তিনি বলেন, ‘বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball