promotional_ad

ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবে চায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি

লাল বল এবং সাদা বলে দুজন আলাদা কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। লাল বলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের দিকে নজর রাখছে তারা।

ইংলিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য পৃথক পৃথক তালিকা করে রেখেছে ইসিবি। জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইলের দাবি, ইতোমধ্যেই ম্যাককাল???মের সঙ্গে যোগাযোগ করেছে ইসিবি।


প্রথমে জানা যায়, ম্যাককালামকে সাদা বলের কোচ হিসেবে চায় ইংল্যান্ড। পরবর্তীতে জনপ্রিয় ইংরেজি গণমাধ্যমগুলো দাবি করে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মরগানের পরামর্শ মোতাবেক ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবেই চায় ইসিবি।


ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর রবি কি বলেন, 'আমি মরগানের সঙ্গেও কথা বলেছি। তার সঙ্গে আমি লাল বলের ক্রিকেট নিয়েও আলোচনা করেছি। অধিনায়ক বা কোচের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি তাকে বলেছিলাম কোচ হিসেবে ভালো মস্তিষ্কের কাউকে আমাদের চারপাশে দরকার। মরগানের সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।'


promotional_ad

মূলত টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আগ্রাসী মনোভাবে মিল থাকায় ম্যাককালামের ব্যাপারে আগ্রহী হন মরগান। ইসিবিকেও এই ব্যাপারে নিজের মতামত দেন তিনি।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৬ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে কাজ করছেন ম্যাককালাম। সাবেক এই কিউই ক্রিকেটার এখনও শিরোপা না জিতলেও ২০২১ আইপিএলে দলকে ফাইনাল খেলিয়েছিলেন। সেই আসরে কলকাতার অধিনায়কও ছিলেন মরগান।


এদিকে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার জন্য ইতোমধ্যেই গ্যারি কারস্টেনের সঙ্গে যোগাযোগ করেছে ইসিবি। সাদা বলের কোচ হওয়ার জন্য ম্যাককালাম আর কারস্টেনের প্রতিদ্বন্দ্বী আছেন অনেকেই।


এই দৌড়ে আছেন ওটিস গিবসনও। এছাড়া সাবেক অজি ওপেনার সাইমন ক্যাটিচের সঙ্গেও যোগাযোগ করেছে ইসিবি। দুজনের সঙ্গে বৈঠকের দিনক্ষণ পাকা করেছে ইসিবি, এমনটা লিখেছে ইংল্যান্ডের বেশ কিছু গণমাধ্যম।


ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনেরাও। তবে এই দুজনই 'না' করে দিয়েছেন ইসিবিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball