নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন নিশাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
আগামী ১৩ মে (শুক্রবার) প্রকাশিত হবে নিউজিল্যান্ড ক্রিকেটের ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জিমি নিশাম। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এমন তথ্যই জানিয়েছে।
নিশামের বাদ পড়াটা সবচেয়ে বেশি আলোচনার বিষয় হবে। কেননা চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে কম খেলা নিশামের ভবিষ্যত এখন ধরে নেয়া হচ্ছে টি-টোয়েন্টিতে।
কিউই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নির্ধারণ করার ক্ষেত্রে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়া হয়। বর্তমানে নিশাম শুধু টি-টোয়েন্টিই খেলছেন। এখানেই বাকিদের থেকে পিছিয়ে পড়েছেন তিনি।

২০১৯ বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড খেলেছে মাত্র ১০ ওয়ানডে। ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই খেলেন নিশাম। যেখানে সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
নিশামের ৫ উইকেটের পর সেইফার্টের ১০ ছক্কার ঝড়ে জিতল নিউজিল্যান্ড
২৬ মার্চ ২৫
নিশাম ফর্মের তুঙ্গে ছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই আসরে ৪৩ গড়ে ১৭৫ স্ট্রাইক রেটে ৮৬ রান করেছিলেন। একই সঙ্গে বল হাতে তিন উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।
টেস্ট ক্রিকেটে নিশাম নেই অনেক বছর ধরেই। ২০১৭ সালে ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে সর্বশেষ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলছেন নিশাম। রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে খেলেছেন মাত্র এক ম্যাচ। গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ১৫ বলে ১৭ রান করেছেন তিনি। তিন ওভার বোলিং করে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির ২০২২-২৩ মৌসুমের সম্ভাব্য ক্রিকেটাররা- কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, নিল ওয়াগনার, উইল ইয়ং।