promotional_ad

শ্রীলঙ্কার ২০ উইকেট তুলে নিতে আশাবাদী মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল টাইগারদের। তবুও দুই টেস্টে বাংলাদেশের বোলাররা ৩৬ উইকেট তুলে নিয়েছিলেন। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে মুমিনুল হকের দল।


ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, তারা শ্রীলঙ্কার ২০ উইকেট তুলে নিতে আত্মবিশ্বাসী। এই ম্যাচে সাকিব আল হাসান খেলবেন প্রায় নিশ্চিত। এমন অবস্থায় পাঁচটি বোলিং অপশন নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়ক। 


promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, 'আমি আজ সকালে বোলারদের বলেছি আমরা দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে ৩৬ উইকেট নিয়েছি। আমার মনে হয় না এর আগে কোনো সিরিজে বাংলাদেশ এমনটা করতে পেরেছে। আমরা আত্মবিশ্বাসী যে ২০ উইকেট তুলে নিতে পারবো (শ্রীলঙ্কার)। আমাদের পাঁচটি বোলিং বিকল্প থাকা দরকার।'


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

চট্টগ্রামের উইকেটে দিনের প্রথম ঘণ্টায় বোলাররা পার্থক্য গড়ে দিতে পারেন বলেও মনে করেন মুমিনুল। যদিও বাকি সময়টা পেসারদের জন্য কঠিন হয়ে যাবে বলেও মনে হচ্ছে তার। তাই একাদশ কেমন হবে সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সকালেই নিতে চায় বাংলাদেশ দল।


মুমিনুল বলেন, 'সাকিব ভাই যখন খেলে না তখন এই নির্দিষ্ট জায়গায় আমরা পিছিয়ে থাকি। সে এমন একজন যে দিনে ১২-১৩ ওভার বল করে দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি দিনের প্রথম এক-দুই ঘন্টা এখানে বোলারদের জন্য কিছু থাকতে পারে। কিন্তু এরপরই এটা পেস বোলারদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমাদের সব কিছুই আমলে নিতে হবে।'


চট্টগ্রামের উইকেটে বোলারদের খুব বেশি সুযোগ থাকে না। তাই ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স পেতে আশাবাদী তিনি। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'ছেলেরা অতীতে এখানে ভালো ব্যাট করেছে। তারা চট্টগ্রামে বড় স্কোর করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হবে। এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball