ইংল্যান্ডের সাদা বলের কোচ হলেন ম্যাথু মট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে দিল্লির কোচিং স্টাফে ৪ বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট
২৬ ফেব্রুয়ারি ২৫
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেলেন ম্যাথু মট। আগামী চার বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী মাস থেকেই দলের সঙ্গে কাজ শুরু করার কথা রয়েছে তার। জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংল্যান্ড দল। এই সিরিজ হতে যাচ্ছে তার জন্য প্রথম অ্যাসাইনমেন্ট।

ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন মট। তিনি একজন অস্ট্রেলিয়ান হলেও কাজের সূত্রে বেশ কিছু সময় কাটিয়েছেন ইংল্যান্ডে। তাই এখানকার ক্রিকেট কিংবা আবহাওয়া সবই তার পরিচিত। যা তার কাজকে আরও সহজ করবে।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
মট বলেন, 'সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। যদিও আমি অস্ট্রেলিয়ান, তারপরও (ইংল্যান্ডের সঙ্গে) আমার গভীর সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে আমার বেশ কয়েকজন বন্ধু থাকে। স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডে খেলোয়াড় এবং কোচ হিসেবে যথেষ্ট সময় কাটিয়েছি।'
সীমিত ওভারের ক্রিকেটে ইংলিশদের দায়িত্ব নেয়ার আগে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে গত সাত বছর খেলেছে অজি নারীরা। এই সময়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি সর্বশেষ নারী বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া নারী দল।
এদিকে কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। আর এবার মটের নিয়োগের পর আলাদা আলাদা সংস্করণে ভিন্ন কোচের অধীনে খেলবে ইংলিশরা।