promotional_ad

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলি-রোহিত না থাকলেও ভারতে প্রতিভার কোনো ঘাটতি নেই: অ্যান্ডারসন

১৪ মে ২৫
জেমস অ্যান্ডারসন ও বিরাট কোহলি, ইসিবি

অ্যাশেজে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা হারিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে এক সিরিজ পরই দলে ফিরেছেন ডানহাতি এই পেসার। বেন স্টোকসের নেতৃত্বাধীন টেস্ট দলে ফিরলেও কয়েক মাস আগে নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন।


চলতি বছরের শুরুতে অ্যাশেজে ধরাশয়ী হয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ খেলে ২৩.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি তার।


promotional_ad

যে কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। দল থেকে বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছিলেন না অ্যান্ডারসন নিজেও। এমন অবস্থায় খেলা চালিয়ে যেতে চান কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো তার মাঝে। 


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘(বাদ পড়ার পর) অবশ্যই আমি নিজেকে প্রশ্ন করেছিলাম। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, ‘আমি কি খেলা চালিয়ে যেতে চাই?” এরকম কিছু ঘটলে অন্যান্য বিষয় নিয়ে নিজের মনে প্রশ্ন উঠতে শুরু করে।’


দল থেকে বাদ পড়ে ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হলেও ক্রিকেট খেলার প্রতি আগ্রহ হারাননি অ্যান্ডারসন। বরং যতটা সম্ভব বেশি খেলার কথা ভাবছিলেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা পেসার। জাতীয় দল হোক কিংবা ঘরোয়াতে, ক্রিকেটে এখনও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন অ্যান্ডারসন।


ডানহাতি এই পেসার বলেন, ওই ঘটনার পর যত বেশি সময় কাটতে থাকে, ততই আমি আরও বেশি করে খেলতে চাচ্ছিলাম। আমার পরিবারের সঙ্গে এটি নিয়ে আমি কথা বলেছি। তাদেরও একই মত... ল্যাঙ্কাশায়ার বা ইংল্যান্ড যেখানেই হোক না কেন, খেলাটিকে দেওয়ার জন্য আমার এখনও অনেক কিছু আছে।’


সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন স্টোকস। কদিন আগে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাদের দুজনের একসঙ্গে থাকলে ইংল্যান্ডের ক্রিকেট পিছিয়ে যাবে না বলে মনে করেন অ্যান্ডারসন।

আগ্রাসী ম্যাককালামকে নিয়ে অ্যান্ডারসন বলেন, ‘এটা আসলেই মজার ব্যাপার। সে (ম্যাককালাম) সবসময় আগ্রাসী ক্রিকেটার চায়। আমি নিশ্চিত সে তার কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে। সে এবং বেন সঙ্গে থাকলে, আমরা কখনোই পিছিয়ে যাব না।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball